রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শীতের সবজির আকাল

জলবায়ু পরিবর্তনে সতর্ক থাকতে হবে

সারা দেশে শীতের আমেজ অনুভূত হলেও সবজি বাজারে তার ছোঁয়া নেই। স্বাধীনতার পর প্রথমবারের মতো শীত মৌসুমের প্রাক্কালে সবজির বাজারে অধিমূল্যের রাজত্ব চলছে। গত বছর এ সময়ে যে দামে বিক্রি হয়েছে ফুলকপি, পাতাকপি, শিম, বেগুন. বরবটি, ঢেঁড়স, কুমড়াসহ সব ধরনের সবজি এবার তা অন্তত তিন গুণ বেশি দামে ক্রেতাদের কিনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবধান চার গুণ এমনকি পাঁচ গুণও। এমনিতেই আলু-পিঁয়াজের বাজারে আগুন জ্বলছে অনেক দিন ধরে। আলু ইতিমধ্যে হাফ সেঞ্চুরি এবং পিঁয়াজ সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছে। ভোক্তাদের আশা ছিল শীতের আমেজের সঙ্গে সঙ্গে সবজি ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। কিন্তু করোনার পর গত ৫০ বছরের মধ্যে সর্বাধিক বন্যার ছোবল সে আশায় বালি ঢেলেছে। অক্টোবরেও নিম্নচাপ, অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল। ফলে হেমন্ত শেষে শীতের নিঃশ্বাস অনুভূত হলেও সবজির আকাল চলছে দেশজুড়ে। করোনার কারণে দেশের অন্তত ২৫ ভাগ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়েছে। যে কারণে অনেকে সবজি বাদ দিয়ে ডাল ও আলুর ওপর ভরসা রাখছে। করোনায় নিম্নবিত্ত ও গরিব মানুষের মেরুদ- ভেঙে না গেলে সবজির বাজারে ক্রেতার ভিড় যে আরও বাড়ত তা সহজে অনুমেয়। সে অবস্থায় বর্তমানের দ্বিগুণ দামেও সবজি পাওয়া কঠিন হয়ে দাঁড়াত। সবজি এমন একটি পণ্য যেখানে বহুল কথিত সিন্ডিকেটের ছড়ি ঘোরানোর খুব একটা সুযোগ নেই। উৎপাদন মার খাওয়ায় এবার এ ক্ষেত্রে অবিশ্বাস্য সংকট তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সামনে কী বিপদ দেখা দিতে পারে একের পর এক বন্যা, পাহাড়ি ঢল, অতি-জোয়ার ও অতিবৃষ্টি তা বুঝিয়ে দিয়েছে। এ প্রেক্ষাপটে সংকট মোকাবিলায় জাতিকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বন্যা আর অতি-জোয়ার ঠেকাতে নদী খনন ও টেকসই বাঁধ নির্মাণে হতে হবে উদ্যোগী। সবজির বাজারে যে আগুন জ্বলছে তা নেভাতে অন্তত আরও দুই সপ্তাহ অপেক্ষা করা ছাড়া যে গত্যন্তর নেই সে বাস্তবতাও মেনে নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর