বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

ভাইপার

ভাইপার

ভাইপার একটি মারাত্মক বিষধর সাপ। বাংলাদেশে চন্দ্রবোড়াসহ পাঁচ প্রজাতির পিট-ভাইপার আছে। বাঁশবোড়া সাপকে বাংলাদেশের সর্বত্র দেখা যায়। ভাইপারের মাথা চ্যাপ্টা ও ত্রিকোণ এবং আকারে বড়; ঘাড় সংকোচনশীল। ভাইপারের ওপরের চোয়ালে এক জোড়া অস্বাভাবিক লম্বা বিষদাঁত থাকে, যেগুলোকে তারা মুখের তালুর সঙ্গে অনুভূমিকভাবে ভাঁজ করে রাখে।

প্রয়োজনমতো পেশির সংকোচনে মুখ খুলে গেলে বিষদাঁত জোড়া মুখের তালু থেকে বেরিয়ে এসে সমকোণে অবস্থান নেয় ও শিকারকে দংশন করে তার শরীরে বিষ ঢুকিয়ে দেয়। বিষদাঁত এরপর ভাঁজ হয়ে পূর্বাবস্থায় ফিরে যায়। ভাইপারের বিষ মুখ্যত রক্তকণিকা ও রক্তনালিগাত্র আক্রমণ করে এবং রক্তজমাটে বাধা দেয়, ফলত শিকার শেষ পর্যন্ত মারা যায়। চন্দ্রবোড়া সাপ ওজনে বেশ ভারী এবং এদের শরীর দৈর্ঘ্যে হয় প্রায় ১.৫ মিটার। বর্ণময় দেহকান্ডের ওপর ডিম্বাকৃতির বাদামি রঙের ছোপ, যেগুলো ঘিরে থাকে কালো, সাদা বা হালকা হলুদ রঙের রেখা। চন্দ্রবোড়ার দংশন মারাত্মক। এটি সর্বত্র ছড়িয়ে থাকলেও দেখা যায় দৈবাৎ। সব পিট-ভাইপারই সবুজ, দৈর্ঘ্যে ২ মিটারের বেশি লম্বা হতে পারে। এদের দুই জোড়া মুখমন্ডলীয় বা সংবেদী গর্ত (pit) থাকে যেগুলো চোখ ও নাসারন্ধ্রের মাঝখানে অবস্থিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর