বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মহাশোল

মহাশোল

মহাশোল বর্গের গোত্রের স্বাদুপানির কার্প-জাতীয় দুই প্রজাতির মাছ। এরা বালুময় বা পাথরভরা পাহাড়ি স্রোতস্বিনী বা খরস্রোতা নদীর বাসিন্দা। স্থানীয় মাছ হলেও মহাশোলের দৈর্ঘ্য প্রায় ১ মিটার, ওজন ৬ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। লম্বাটে দেহ বড় বড় গোলাকার আঁশে ঢাকা, সোনালি রং, তাতে উজ্জ্বল রুপালি ফোঁটা। মুখ ছোট, ঠোঁট পুরু ও মাংসল। দুই জোড়া খাটো স্পর্শী।

এ মাছ বর্তমানে নেত্রকোনার কংস, সোমেশ্বরী, মাগুরা ও চিতলি; দিনাজপুরের মহানন্দা এবং দৈবাৎ চট্টগ্রামের কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পাওয়া যায়। এরা বর্ষার শুরুতে ভাটির দিকে যায় এবং বর্ষা শেষে স্রোতের বিপরীত দিকে উজিয়ে ওঠে। প্রজনন মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়, চলে ডিসেম্বর পর্যন্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর