শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিনে সুখবর

সুরক্ষার জন্য সচেতন থাকতে হবে

দেশে গত ৭৯ দিনের মধ্যে সর্বোচ্চ কভিড-১৯ (করোনাভাইরাস) রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৪ জনের। দেশে করোনা সংক্রমণ শুরুর দিকে পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার কম ছিল। ক্রমে তা বাড়তে থাকে। আমাদের মতো উৎকণ্ঠায় সারা বিশ্বের মানুষ। এ মহামারী থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের অপেক্ষায় বিশ্ব। বিশ্বে ৬টি টিকা প্রাথমিক ব্যবহারের অনুমোদন পেয়েছে। ১২টি কার্যকারিতা পরীক্ষার গবেষণা চলছে।

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের দাবি, তাদের টিকা করোনা রোধে ৯৫ শতাংশ সক্ষম। অক্সফোর্ড জানিয়েছে, তাদের ভ্যাকসিন ষাটোর্ধ্ব বয়সীদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। মডার্নার টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ, রাশিয়ার টিকা ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানগুলো। এগিয়ে চলেছে ভারত, চীনের টিকার হিউম্যান ট্রায়ালও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১০০ কোম্পানির ভ্যাকসিন আন্তর্জাতিক এ সংস্থাটির তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ৩টি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। হিউম্যান ট্রায়ালের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ভালো অগ্রগতি আছে অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, মডার্না ও সিনোভ্যাকেরও। চূড়ান্ত পর্যায়ে আশানুরূপ ফল পেলে জরুরি অনুমোদন চাইবে কোম্পানিগুলো। সব প্রক্রিয়া শেষে নতুন বছরে বিশ্ব পাবে করোনা প্রতিরোধের টিকা। জানা গেছে, ফাইজারের ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। সব ঠিকঠাক চললে বড়দিনের আগেই বাজারে আসবে তাদের ভ্যাকসিন। বিশ্বের ৬টি দেশের প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ফাইজার-বায়োএনটেক করোনা টিকার পরীক্ষা হয়েছে। আশা করা হচ্ছে করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষকে সুরক্ষা দেবে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত নিজের সুরক্ষার জন্য সচেতন থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর