শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গার্মেন্টস ভিলেজ

ইকোনমিক জোন প্রশংসনীয় ভূমিকা পালন করবে

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দৃঢ় সংকল্প সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে সারা দেশে প্রায় ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। শিল্পনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইকোনমিক এসব জোনে আগামী ১৫ বছরের মধ্যে অন্তত কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে। যার মাধ্যমে দেশ পুরোপুরি বেকারমুক্ত হবে বলে মনে করে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)। চট্টগ্রামের সীতাকুন্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে উপমহাদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ শিল্পনগরের ৫০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ। এ পল্লীতে বিনিয়োগ হবে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। কর্মসংস্থান হবে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে গার্মেন্টস ভিলেজের ভূমি উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগের কাজ। সংযোগ সড়ক ও গ্যাস নেটওয়ার্ক প্রতিষ্ঠার কাজও চূড়ান্ত পর্যায়ে। ২০১৮ সালের ২১ মার্চ বঙ্গবন্ধু শিল্পনগরে জমি বরাদ্দের বিষয়ে বিজিএমইএর সঙ্গে বেজার চুক্তি হয়। ছোট-বড় গার্মেন্টস ভিলেজে ৭২টি শিল্পপ্রতিষ্ঠান জমি নিতে আবেদন করে। অধিকাংশ বরাদ্দই সম্পন্ন হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো শিগগিরই শুরু করতে পারবে স্থাপনা নির্মাণ। চট্টগ্রাম বন্দরের অনতিদূরে সমুদ্র উপকূলে গড়ে ওঠা এ শিল্পনগরে ২৫টি আলাদা জোন নির্মাণ পরিকল্পনার বাস্তবায়ন চলছে। প্রকল্প এলাকায় যাতায়াতের জন্য ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চার লেনের সংযোগ সড়ক ও পৃথক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। জাহাজ টার্মিনাল, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং পর্যটন সম্ভাবনা তৈরি করতে তিনটি কৃত্রিম লেক তৈরির কাজ চলছে। আমাদের আশা, বেকারমুক্ত শিল্পনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ইকোনমিক

জোন প্রশংসনীয় ভূমিকা পালন করবে।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর