রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইটখোলা মুড়া

ইটখোলা মুড়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ময়নামতি বাসস্ট্যান্ডের সন্নিকটে ময়নামতি টিলা অবস্থিত। এখানে সীমিত আকারে খনন  চালিয়ে ছয়টি দীর্ঘ দেয়াল, সোজা ও আড়াআড়ি রাস্তা, প্রবেশদ্বারসমূহ এবং অন্য অপর্যাপ্ত কিছু ধ্বংসাবশেষ উন্মোচন করা হয়েছে। ধ্বংসাবশেষসমূহের মধ্যে ধর্মবহির্ভূত ও ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যসমূহ দেখে অনুমিত হয়, এটি কোনো সেনানিবাসের ব্যারাক ছিল। অসংখ্য অখননকৃত স্থানের মধ্যে কুটিলা মুড়ার সরাসরি পশ্চিমে ক্যান্টনমেন্টের অন্তর্ভুক্ত মাঝারি উচ্চতার ঢিবি বৈরাগীর মুড়ার নাম উল্লেখ করা যায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট, ভাঙা মৃৎপাত্র ও প্রস্তরমূর্তির টুকরাসমূহ এ স্থানের প্রতœতাত্ত্বিক গুরুত্বের জোরাল ইঙ্গিত বহন করে। ক্যান্টনমেন্টে পানি সরবরাহের জন্য এ ঢিবির ওপর নির্মিত দুটি বিশাল ট্যাংক স্থানটির ব্যাপক ক্ষতিসাধন করেছে। নির্মাণ কাজের সময় বেশ কিছু নিদর্শন আবিষ্কৃত হয়েছিল, তবে তার মধ্যে কেবল দুটি (চন্দ্রযুগের) স্থানীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে। একটি উৎকীর্ণ লিপিসহ পদ্ম সিংহাসনের ওপর দ-ায়মান বিশালাকার প্রস্তর- মূর্তির নিচের অংশ এবং অন্যটি ব্রোঞ্জের তৈরি প্রমাণ সাইজ বোধিসত্ত্ব মস্তক।

একটি বিরাট ব্রোঞ্জের ঘণ্টা, বর্গাকৃতি বড় বড় পাথরের ব্লক (মনে হয় স্তম্ভের তলদেশ), একটি তাম্রশাসন, একটি লিপিসংবলিত প্রস্তরফলক এবং বেশ কিছু ব্রোঞ্জ ও পোড়ামাটির ভাস্কর্যের আবিষ্কার কোটবাড়িতে অবস্থিত রূপবানকন্যা মুড়ার গুরুত্বের প্রতি ইঙ্গিত দেয়। কিন্তু ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ড ও গ্যারেজের জন্য এ স্থানটিকে কেটে সমতল করে ফেলা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর