রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গাদের পাসপোর্ট

জড়িতদের আইনের আওতায় আনতে হবে

যেখানে বাংলাদেশের বহু নাগরিকের পাসপোর্ট তৈরি করতে নানা হয়রানির শিকার হতে হয়, সেখানে নাগরিক নয় এমন ব্যক্তিদের অনায়াসে পাসপোর্ট পেয়ে যাওয়াটা অস্বাভাবিকই বটে। কিন্তু বাংলাদেশে অস্বাভাবিক ঘটনার অভাব নেই। এ দেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে স্থানীয় জনপ্রতিনিধি, পাসপোর্ট অফিসের কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং দালালদের নিয়ে সুসংবদ্ধ চক্র গড়ে উঠেছে। দেশের একজন প্রকৃত নাগরিক চাইলেই পাসপোর্ট পান না। এ জন্য তাকে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রসহ নানা তথ্য-প্রমাণ কর্তৃপক্ষের কাছে পেশ করতে হয়। এরপর সেই তথ্য-উপাত্ত সঠিক কি না তা যাচাই করে পুলিশ বিভাগের বিশেষ শাখা। এ প্রেক্ষাপটে ভিনদেশি রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়ার খবরটি আমাদের উদ্বিগ্ন না করে পারে না। ইতিপূর্বে বহুবার কক্সবাজার, নোয়াখালী, বরিশাল, নরসিংদীসহ বিভিন্ন জেলায় রোহিঙ্গা নারী ও পুরুষ বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে। তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও দেওয়া হয়েছে। তবু থামছে না রোহিঙ্গাদের জাল-জালিয়াতি। টাকা খরচ করলেই বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছে তারা। চট্টগ্রাম বিভাগীয় ও আঞ্চলিক ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসেও বহু রোহিঙ্গা আবেদনকারী ধরা পড়েছে। রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট প্রদান ঠেকাতে সফটওয়্যারের সঙ্গে ইন্টারভিউ মিলিয়ে রোহিঙ্গাদের শনাক্তের কাজ করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হাতে নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের অনেকের স্বজনরা অবস্থান করছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। তাদের কাছে যেতেই বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। আর কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পায় এ ব্যাপারে কর্তৃপক্ষকে বিশেষ সতর্ক থাকতে হবে। জড়িতদের আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর