বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রূপবান মুড়া

রূপবান মুড়া

কুমিল্লা-কালীর বাজার সড়কের দক্ষিণে কোটবাড়ী এলাকায় নির্মিত বর্তমান পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ও বিজিবি প্রতিষ্ঠান দুটির মাঝে অবস্থিত ছোট একটি পাহাড়ে রূপবান মুড়া একটি গুরুত্বপূর্ণ প্রতœস্থল। খননের ফলে এখানে অন্য কিছু সম্পূরক কাঠামোসহ সেমি-ক্রুশাকৃতি একটি উপাসনালয়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খননের ফলে এ প্রতœস্থলটিতে তিনটি কালপর্বে নির্মাণ ও পুনর্নির্মাণের চিহ্ন উন্মোচিত হয়েছে। সর্বপ্রাচীন পর্বটি আনুমানিক ছয় থেকে সাত শতকের। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শেষ পর্বটির (১০ থেকে ১১ শতক) তেমন কিছুই আর টিকে নেই। এখানে উদ্ভাবিত উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে বিরাটকায় বুদ্ধ প্রস্তরমূর্র্তি ছাড়াও খড়্গ রাজা বলভট্টের পাঁচটি খাদযুক্ত স্বর্ণমুদ্রা অন্তর্ভুক্ত।

কোটবাড়ী সড়কের পাশে রূপবান মুড়ার বিপরীতে ছোট টিলাটিতে তিন স্তরে ইটাখোলা মুড়া প্রত্নস্থলটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। বহুদিন ধরে পুরনো ইটের ভান্ডার হিসেবে ব্যবহৃত হওয়ায় এ স্থানের এরূপ নামকরণ। খননের ফলে উত্তর দিকে একটি সংযুক্ত মঠসহ এক সুবৃহৎ স্তূপ কমপ্লেক্স উন্মোচিত হয়েছে। পাঁচটি সাংস্কৃতিক পর্যায়ের মধ্যে প্রাচীনতম তিনটি পরবর্তীকালের ধ্বংসস্তূপের নিচে ঢাকা পড়ে আছে। এ স্থানে প্রাপ্ত উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শনসমূহের মধ্যে স্টাকো মূর্তি ছাড়া নিরেট সোনার তিনটি গোলক (১৯ তোলা) ও একটি তাম্রশাসন রয়েছে। এখনো তাম্রশাসনটির পাঠোদ্ধার সম্ভব হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর