বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

ভোগান্তি নিরসনের উদ্যোগ নিন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে এ নিয়ে সৃষ্ট জটিলতার গ্রন্থিমোচনে এগিয়ে এসেছে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ, শাহজালাল, খুলনা এবং ইসলামীসহ ১৯টি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। স্মর্তব্য, কৃষিবিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয় গত বছর স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য গুচ্ছ পরীক্ষা নেয়। মঙ্গলবার ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক মতবিনিময় সভায় গুচ্ছ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এ গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করবেন। কমিটি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি স্কোর দেবেন। এ গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তির বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে। স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে। এ জন্য আলাদা কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, করোনার কারণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের পিছু হটার সুযোগ নেই। শিক্ষার্থী ও অভিভাবকদের কথা চিন্তা করে সরাসরি ও সহজ উপায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য তিনি উপাচার্যদের প্রতি আহ্বান জানান। কৃষি ও প্রকৌশল গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও শিগগিরই সভা করবে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যে র‌্যাট রেসের সম্মুখীন হন তা অমানবিক ও অপ্রত্যাশিত। করোনাকালে প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নিলে তাতে শুধু ভোগান্তিই বাড়বে না স্বাস্থ্যঝুঁকিও দেখা দেবে। শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ভর্তি পরীক্ষা না নিয়ে গুচ্ছ পরীক্ষা নিলে তা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি থেকে অনেকাংশে রেহাই দেবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবুদ্ধি ও সুবিবেচনাকে প্রাধান্য দেওয়া হবে- এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর