শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের টিকা

বাংলাদেশে দ্রুত প্রয়োগ শুরু হোক

চীনের উহানে আবির্ভূত হওয়ার এক বছরের মধ্যেই বিশ্বজুড়ে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে মৃত্যু ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আর বিশ্বব্যাপী শনাক্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। কভিড-১৯-এ গত এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি সপ্তাহ আগের সপ্তাহের তুলনায় বেশি মৃত্যু দেখছে। রয়টার্সের হিসাবে এখন গড়ে প্রতি ৯ সেকেন্ডে ভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হচ্ছে। বাংলাদেশে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জনের। চলতি মাসে বেশ কয়েকটি দেশে কভিড-১৯ টিকার ব্যবহার শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচির আওতা বাড়লে মহামারী পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ বিশ্লেষকদের। ভ্যাকসিনের প্রথম অগ্রাধিকার অবশ্যই রাশিয়ানদের। ভ্যাকসিন তৈরির কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। রাশিয়ায় করোনা প্রতিরোধের জন্য এরই মধ্যে ১ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বুধবার যুক্তরাজ্যে প্রথম অনুমোদন পেয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। দেশে বেসরকারিভাবে ফাইজারের টিকা আমদানির উদ্যোগ শুরু হয়েছে। ফাইজারের পণ্য আমদানি ও বিতরণকারী প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, সব শর্ত মেনে টিকা আনলে সরকার অনুমতি দিতে পারে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের পণ্য এ দেশে আমদানি ও সরবরাহ করে একাধিক প্রতিষ্ঠান। তারা ফাইজারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে। সরকার বিনামূল্যে দেশের মানুষকে টিকা দেওয়ার কথা বলেছে। স্বাস্থ্যমন্ত্রী একাধিক সভায় বলেছেন, সরকার সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জনপ্রতি দুই ডোজ টিকা নেওয়ার প্রয়োজন হবে। সে হিসেবে বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য ৩৪ কোটি ডোজ টিকা লাগবে। এখন থেকেই জোর প্রস্তুতি না নিলে চড়া মূল্যে টিকা সংগ্রহ করতে হবে। আমাদের আশা, সম্ভাব্য দ্রুততম সময়ে দেশের মানুষ করোনাভাইরাসের টিকা পাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর