শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গুপ্ত অনুকৃত স্বর্ণমুদ্রা

অখননকৃত অন্যান্য প্রত্নস্থলের মধ্যে ময়নামতি টিলা-২, আব্বাস আলী মুড়া, স্টেশন কমান্ডারের আবাস, হাতিগড় টিলা, উজিরপুর টিলা, ঘিলা মুড়া ও বলগাজীর মুড়ার নাম উল্লেখ করা যায়। এসব স্থান থেকে প্রত্নতাত্ত্বিক গুরুত্ববহ ধ্বংসাবশেষ প্রাপ্তির প্রমাণ পাওয়া গেছে। লোকজনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অবহেলার দরুণ ঢিবিগুলোর আশপাশের স্থানসমূহের অধিকাংশই এখন অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায়। ময়নামতিতে খননকার্যের ফলে অসাধারণভাবে সমৃদ্ধ প্রাচীন নিদর্শনের সমাহার উন্মোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি তাম্রশাসন ও ক্ষুদ্রাকৃতির লিপিসমৃদ্ধ মূর্তি, ৪০০-এর অধিক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া ও কাদা মাটির সিল ও সিলিং, নব্যপ্রস্তর যুগীয় কুঠার ও বাটালি, প্রস্তর, ব্রোঞ্জ, স্টাকো ও পোড়ামাটির ভাস্কর্য, প্রস্তর ও পোড়ামাটির গুটিকা, সোনা, রুপা ও ব্রোঞ্জের অলঙ্কার, অলঙ্কৃত পোড়ামাটি ও স্থাপত্যশিল্প সামগ্রী, ধাতব ও মৃৎ পাত্র, তাওয়া, অলঙ্কৃত পাত্র ও হাঁড়ি-পাতিল, তৈলপ্রদীপ এবং দৈনন্দিন ব্যবহারোপযোগী বিভিন্ন সামগ্রী। এর বেশির ভাগই শালবন বিহার থেকে সংগৃহীত।

সর্বশেষ খবর