শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনা মহামারী

সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকাকে জরুরি অনুমোদন দিতে সুপারিশ করেছে সে দেশের বিশেষজ্ঞ প্যানেল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওই প্যানেল ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়। সে ক্ষেত্রে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এ টিকার প্রয়োগ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েক দিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। তবে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ দুই ভ্যাকসিন গরিব দেশগুলোর জন্য সরবরাহের বিষয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে আলাপ-আলোচনা করছে। রাশিয়া ও চীনও বিভিন্ন দেশে তাদের ভ্যাকসিন বিক্রি নিয়ে তৎপরতা অব্যাহত রেখেছে। ব্রাজিল চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি ভ্যাকসিন ‘করোনাভ্যাক’-এর ৪ কোটি ৬০ লাখ ডোজ কিনবে। এ ভ্যাকসিনের ৯০ লাখ ডোজ আগামী ২৫ জানুয়ারি হাতে পাওয়া যাবে। এরই মধ্যে ব্রাজিলের ইনস্টিটিউট বুটানটান এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুরোধ পেয়ে ওই ভ্যাকসিন সরবরাহের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে তারা। বিশ্বের ষষ্ঠ বৃহৎ জনসংখ্যার দেশ ব্রাজিল এখনো ফাইজারের ভ্যাকসিন পেতে চুক্তি করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী মাসে কভিড-১৯-এর উৎস সন্ধানে চীনের উহান শহরে যাচ্ছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। ভাইরাসটির আবির্ভাব নিয়ে পৃথক তদন্তে অনীহা ছিল বেইজিংয়ের, সে কারণে শহরটিতে প্রবেশাধিকার পেতে হু-কে বেশ কয়েক মাস দরকষাকষি করতে হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এসেছে বলে ধারণা করা হলেও এর উৎস নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের উত্তেজনা বাড়তে দেখা গেছে। এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মানতে হবে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর