মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নির্দেশনা

আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখবে

বাংলাদেশ নামের গণপ্রজাতন্ত্রের মালিক-মোক্তার এ দেশের মানুষ। এ মালিকানা প্রতিষ্ঠার জন্যই আমাদের প্রাতঃস্মরণীয় জাতীয় নেতারা আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছেন দেশমাতৃকার মুক্তির জন্য। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না হলে রাষ্ট্রীয় স্বাধীনতা আপন মহিমায় উদ্ভাসিত হয় না। এ বিষয়টি নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রদত্ত ভাষণে গুরুত্বারোপ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ওই ভাষণে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে অভিহিত করেছিলেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ বাহিনীতে পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে। সব সময় দেশের মানুষের পাশে থাকতে হবে। মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটাই যে পুলিশ বাহিনীর কর্তব্য তা মনে রাখতে হবে। শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক সমাজে সব ক্ষেত্রে গণইচ্ছার প্রতিফলন ঘটানো জরুরি। আইনের শাসন, মানবাধিকারসহ জনগণের মৌলিক অধিকার সুসংরক্ষণে পুলিশ বাহিনীকে যথাযথ ভূমিকা পালনের নির্দেশনা জনগণের পুলিশ হিসেবে তাদের গড়ে তোলার পথনির্দেশক হিসেবে ভূমিকা রাখবে। আমাদের মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা ও আত্মত্যাগ অনন্য। করোনাকালেও তারা মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে। এ সুনাম জিইয়ে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা হবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর