শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ভেষজ

পরিবেশ রক্ষায় পাখি

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে পাখি। পাখি এক অপার সৌন্দর্যের প্রতীক। সবুজ অরণ্যে পাখ-পাখালির কূজন এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। তাড়িত মনকেও ক্ষণিকের জন্য করে তোলে আবেগময়, উন্মাতাল। তাই প্রকৃতিপ্রেমী কবিদের অস্তিত্বে পাখির উপস্থিতি আরও বেশি ধরা দেয়। পাখি শুধু নন্দনতত্ত্বের খোরাকই জোগায় না, পাখি প্রকৃতিকে ফুলে-ফলে ভরিয়ে দেওয়ার জন্য বিরাট অবদান রাখে। কেননা ফসলের পরাগায়নে আরও স্পষ্ট করে বললে প্রজনন বা উৎপাদন প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখে, যা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হচ্ছে মনুষ্যকুল তার এ পরমহিতৈষীকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছে নিজেদের প্রয়োজনে, যা কিনা রীতিমতো আত্মঘাতী কর্মকান্ডের শামিল। তেমনি উদ্বেগজনক বিষয়ের অবতারণা করেছে একটি পরিবেশবাদী সংস্থা। তাদের ভাষায়, অনুকূল পরিবেশ, আবাসস্থলের অভাবে পৃথিবীর সাধারণ পক্ষীকুল ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার পরিণতি ভয়াবহ। পরিবেশবাদী সংস্থা বার্ড লাইফ ইন্টারন্যাশনালের এক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইউরোপে সাধারণ পাখির ৪৫ ভাগ বিলীন হয়ে গেছে। অস্ট্রেলিয়ার পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। কেননা সেখানকার ৮০ ভাগের বেশি পাখি নিঃশেষ হয়ে গেছে। বলা হয়েছে, গত ২৬ বছরে ইউরোপের ২০ দেশের ১২৪ প্রজাতির অন্তত ৫৬টি জাতি পাখি বিলুপ্ত হয়ে গেছে। এ ক্ষেত্রে শস্য খেতে বিচরণকারী পাখির বিলুপ্তির হার ৭৯ ভাগ। আফ্রিকার অবস্থাও নিতান্তই উদ্বেগজনক।  এশিয়ার দেশগুলোয় অতিথি পাখি শিকারের প্রবণতা মারাত্মক। ফলে ৬২ ভাগ পাখি বিলুপ্ত হয়েছে শিকারিদের হাতে।

আফতাব চৌধুরী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর