শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উন্নয়নের এক যুগ

দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার প্রশংসনীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নেতৃত্বে সরকার পরিচালনার দ্বিতীয় মেয়াদের এক যুগ পূর্তি ও বর্তমান সরকারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে উন্নয়নের পথের সব বাধা দূর করার দৃঢ়সংকল্পের ঘোষণা দিয়েছেন। বলেছেন, তাঁর ১২ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এক যুগের শাসনামলের সাফল্য বিবেচনার ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেছেন, পথ যত কঠিন হোক আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হবে। বাংলাদেশের ইতিহাসে একনাগাড়ে এক যুগ ধরে সরকার পরিচালনা নিঃসন্দেহে একটি মাইলফলক। এই সময়ে সীমাহীন সমস্যা ও সংকট মোকাবিলা করে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যেতে বর্তমান সরকার দৃষ্টিকাড়া যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসার দাবিদার। এ প্রেক্ষাপটে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ যে বিশেষ তাৎপর্য বহন করছে তা অনস্বীকার্য। বিগত এক যুগে নজরকাড়া উন্নয়নের কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই সময়ে পদ্মা সেতু নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করে বাংলাদেশ তার সামর্থ্যরে পরিচয় দিয়েছে। একের পর এক ফ্লাইওভার, মেট্রোরেল, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। চলছে গভীর সমুদ্রবন্দর নির্মাণের মেগা প্রকল্পের কাজ। দেশের শিল্পায়নে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি টিকে থাকার সামর্থ্য দেখিয়েছে। প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। তার পরও স্বীকার করতে হবে, দুর্নীতির দৈত্য নিয়ন্ত্রণে সরকারের নিরন্তর প্রয়াস সত্ত্বেও কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, দুর্নীতিবাজদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। দেশবাসীর মতো আমরাও বিশ্বাস করতে চাই- উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে এ সরকারের বাকি তিন বছর দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রয়াস চালানো হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর