মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের শিরোপা

ফুটবলের নতুন উত্থানে সহায়ক হোক

বসুন্ধরা কিংস টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা অর্জন করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় তারা এ বছরের ফেডারেশন কাপে শক্তিমান দল হিসেবে আবির্ভূত সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ফুটবলার রাউল অস্কার বেসেরা একমাত্র গোলের মাধ্যমে বসুন্ধরা কিংসের মুকুটে দ্বিতীয়বারের মতো শিরোপার পলক সংযোজন করেন। সাইফ স্পোর্টিং পুরো টুর্নামেন্টে খেলেছে লড়াকু দল হিসেবে। এ বছর শিরোপা লড়াইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা ফাইনালে উত্তীর্ণ হয়। বসুন্ধরা কিংসের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে বল পেলেই তারা চড়াও হওয়ার চেষ্টা করেছে। ফাইনালে ছিল অনেকাংশে সাইফ স্পোর্টিংয়ের নাইজেরীয় খেলোয়াড় টুর্নামেন্টের সেরা ইকেচুকু বনাম বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন ফুটবলার রাউলের লড়াই। সে লড়াইয়ে সংশয়াতীতভাবে জয়ী হয়েছেন রাউল। দ্বিতীয়ার্ধে তিনি দলকে এগিয়ে নেওয়ার পর সাইফ স্পোর্টিং শত চেষ্টা করেও কামিয়াব হতে পারেনি। কিংসের গোলকিপার খেলেছেন রাজকীয় মর্যাদার প্রতিবিম্ব হিসেবে। এ বছর ট্রফি যে হাতছাড়া হচ্ছে না তা বসুন্ধরার পারফরম্যান্সই বলে দিচ্ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। শেখ জামালকে হারিয়ে সেমিতে মুখোমুখি হয় ঢাকা আবাহনীর। ফেডারেশন কাপে যাদের সর্বোচ্চ ১১ বার শিরোপা জেতার রেকর্ড রয়েছে। শক্তিশালী আবাহনীর সঙ্গে সেমিফাইনাল নিয়ে কিংস সমর্থকরা টেনশনে ছিলেন। কিন্তু পিছিয়ে থেকেও আবাহনীকে ৩-১ গোলে বিধ্বস্ত করেন তপু বর্মণরা। সাইফ স্পোর্টিং যোগ্যতাবলে ফাইনালে উঠলেও বসুন্ধরা কিংসের জয়ের স্পৃহাকে সামাল দিতে পারেনি। ফুটবলের দুর্দিনে ফেডারেশন কাপের ফাইনালে উল্লেখযোগ্যসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল আশাজাগানিয়া। টিভি চ্যানেলের বদৌলতে লাখ লাখ দর্শক খেলা দেখেছে ঘরে বসে। ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসকে অভিনন্দন। অভিনন্দন ফুটবলের নতুন উত্থানের কঠিন প্রয়াসকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর