শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজার

নতুন ইতিহাস তৈরি হলো

বছরটি শুরুই হয়েছিল বিনিয়োগকারীদের হাহাকার আর দীর্ঘশ্বাস নিয়ে। সূচক কমছিল ধারাবাহিকভাবে। শেয়ারের দাম নেমে এসেছিল তলানিতে। এরপর করোনার হানায় দীর্ঘদিন লেনদেন বন্ধ। এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠিত হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার ও পুনর্গঠিত কমিশন। শঙ্কা থেকে স্বস্তিতে ফেরার এ পরিক্রমায় বড় ভূমিকা রাখে বিএসইসির নেতৃত্ব বদল। সাধারণত কোনো দেশের শেয়ারবাজার কত বড় ও গভীর তার নির্দেশক হিসেবে কাজ করে বাজার মূলধন। শেয়ারের দাম বাড়লে বাজারের মূলধন বাড়ে। আর দাম কমলে মূলধনও কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এখন রেকর্ড উচ্চতায়, বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে সূচকও বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ। বাজার মূলধন প্রথমবারের মতো ৫ লাখ কোটি ছাড়িয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার বড় উত্থান শেষে ডিএসইর দুই বছরের সূচকে ১৩৯ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯০৯ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২৯ জানুয়ারি এ সূচকটি ৫৯২৫ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। বিএসইসির পক্ষ থেকে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তের সিদ্ধান্ত নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তদন্তের কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়। জানা গেছে, ডিএসইতে বড় উত্থানের পাশাপাশি বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এখন দিনে ডিএসইর বাজার মূলধন ১১ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা; যা আগের দিন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি। শেয়ারবাজারে নতুন করে ইতিহাস তৈরি করল বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর