বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খাল দখলমুক্ত করার অভিযান

দুই সিটি করপোরেশনের উদ্যোগ সফল হোক

রাজধানীর অপদখলকৃত বিভিন্ন খাল উদ্ধারে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। ইতিমধ্যে তারা অভিযান শুরুও করেছে। চলমান অভিযানে মিরপুরে ইব্রাহিমপুর খালপাড়ে একটি তিন তলা ভবন ভেঙে দেওয়া হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। প্রতিদিনই দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে কঠোরভাবে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ করতে চায় দুই সিটি করপোরেশন। ১ জানুয়ারি ২৬টি খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ঢাকা ওয়াসা। এর পরই খাল উদ্ধারে নামে তারা। এতে দখলদাররা দৃশ্যত কোণঠাসা হয়ে পড়ছে। খাল দখল করে প্রভাবশালীরা নানা স্থাপনা নির্মাণ করে নিম্ন ও মধ্যবিত্তদের কাছে ভাড়া দিয়েছে। স্থাপনা উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন বসবাসকারীরা। এ খালগুলোর মালিক মোক্তার হিসেবে গত ৩২ বছর দায়িত্ব পালন করেছে ঢাকা ওয়াসা। সাদা হাতি নামে পরিচিত এ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশেই চলেছে খাল অপদখলের উৎসব। ৩২ বছরে রাজধানীর বেশির ভাগ খালই অস্তিত্ব হারিয়েছে ওয়াসার কর্তাব্যক্তিদের দায়িত্বহীনতার কারণে। নতুন বছরের প্রথম দিনে রাজধানীর খালগুলো দেখভালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে অর্পণের পর শুরু হয়েছে দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। দক্ষিণ ঢাকা সিটি করপোরেশন তাদের আওতাধীন পাঁচটি খাল অপদখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। উত্তর সিটি করপোরেশন ইব্রাহিমপুর, রামচন্দ্রপুরসহ আরও কয়েকটি খাল দখলমুক্ত করতে সক্রিয় হয়ে উঠেছে। আশা করা হচ্ছে অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটলে বর্ষা মৌসুমের আগেই রাজধানীর খালগুলো অপদখলমুক্ত হবে। এর মাধ্যমে প্রমাণিত হবে রাজধানীর সমস্যা সমাধানে সেবাদানসংক্রান্ত সব কার্যক্রম সিটি করপোরেশনের অধীনে আনার বিকল্প নেই।

সর্বশেষ খবর