শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাগত জো বাইডেন

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় হোক

ঘৃণা, বিদ্বেষ ও কর্তৃত্ববাদের দূষিত আবর্ত থেকে বেরিয়ে এসে ভালোবাসা, সহমর্মিতা ও গণতন্ত্রের বাইডেন যুগে প্রবেশ করল গণতন্ত্র ও মুক্তবিশ্বের নিশানবরদার যুক্তরাষ্ট্র। বুধবার সকালে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের আড়াই শ বছরের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তাঁর শপথ গ্রহণের মাধ্যমে কার্যত এক নবযুগের সূচনা করলেন। ডোনাল্ড ট্রাম্পের চার বছরের কর্তৃত্ববাদী শাসনে দুনিয়ার সবচেয়ে উদার ও সহিষ্ণু মার্কিন সমাজে মাথা চাড়া দিয়ে ওঠে বর্ণবাদ। ধর্মীয় বিদ্বেষ দেশটির মহত্তম সব অর্জন গিলে খাওয়ার চেষ্টা করে। সর্বত্র গড়ে ওঠে বিভেদের দেয়াল। বাদবাকি বিশ্বের সঙ্গে তৈরি হয় একই ধরনের দূরত্ব। কিন্তু সবশেষ নির্বাচনে সে দেশের মানুষ অসহিষ্ণুতা ও বিভেদের দেয়াল ভাঙার পক্ষে রায় দেয়। ভাইস প্রেসিডেন্ট পদে বেছে নেয় ভারতীয় বংশোদ্ভূত একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান কমলা হ্যারিসকে। বাইডেন দায়িত্ব নিয়েই চারটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। করোনা মহামারী, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, অর্থনৈতিক মন্দা ও বর্ণবৈষম্য শুধু আমেরিকার সামনেই নয়, গোটা সভ্যসমাজের জন্য চ্যালেঞ্জ। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা ও করোনা মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন বাইডেন। অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনাও ব্যক্ত করেছেন। এসবের জন্য কংগ্রেসের সহায়তার বিকল্প নেই বলে বিনয়ের সঙ্গে উল্লেখ করেছেন ৭৮ বছর বয়সী মার্কিন ইতিহাসের প্রবীণতম প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনীতি ও প্রশাসনে দীর্ঘ ৪৭ বছরের অভিজ্ঞতার আলোকে ট্রাম্পের রেখে যাওয়া বিভক্ত সমাজ, প্রশাসন ও রাজনীতিতে ঐক্যের ধারা ফিরিয়ে আনতে বাইডেনের আন্তরিক প্রয়াসে ঘাটতি থাকবে না বলে আশা করা যায়। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে টানাপোড়েন তৈরি হয়েছে গত চার বছরে, তা অবসানের ইঙ্গিত দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রধান অংশীদার। প্রেসিডেন্ট বাইডেনের আমলে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর