রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তাকওয়ার পুরস্কার

মুফতি আবদুল কাদির তমিযী

তাকওয়ার পুরস্কার

তাকওয়া মানে আল্লাহর ভয় বা পরহেজগারি। এটা অর্জন করা ফরজ। এই মর্মে আল্লাহ বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদের এবং তোমাদের যে, তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহকে।’ সুরা নিসা আয়াত ১৩১। এ তাকওয়া শরিয়তের ওপর সতর্কতার সঙ্গে আমল করার অন্য নাম। যা মুমিনের জন্য অতীব জরুরি। তাই রসুল (সা.) ইরশাদ করেছেন, ‘হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। এ দুয়ের মাঝে সন্দেহযুক্ত কিছু জিনিস রয়েছ।’ বুখারি। উল্লেখ্য, হালাল ও হারামের মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো মুমিনকে সন্দিহান করে দেয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সন্দেহযুক্ত জিনিসগুলো পরিহার করে সে-ই মুত্তাকি। হজরত জুন্নুন মিসরি (রহ.)-কে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ‘হজরত! মুত্তাকি কে? তিনি বলেন মুত্তাকি ওই ব্যক্তি যার অন্তরের আশা-আকাক্সক্ষাগুলোকে শারীরিক আকৃতি দিয়ে জনসম্মুখে প্রকাশ করলে একটির জন্যও সে লজ্জিত হবে না। অর্থাৎ সে প্রকাশ্য-অপ্রকাশ্য সব গুনাহ বর্জন করার পর গুনাহের কল্পনাও অন্তরে স্থান দেয় না।’

আল কোরআনের আলোকে তাকওয়ার পুরস্কার : ১. সংকট থেকে উত্তরণ : একজন মুত্তাকি সংকটাপন্ন হলে তাকওয়ার বদৌলতে তা থেকে মুক্তি লাভ করে। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ করে দেন।’ সুরা তালাক আয়াত ২। ২. অপরিমিত রিজিক : আল্লাহতায়ালা মুত্তাকিকে অসংখ্য অগণিত রিজিক দেন যা সে কল্পনাও করে না এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ সুরা তালাক আয়াত ৩। ৩. গুনাহের প্রায়শ্চিত্ত : মুত্তাকি বান্দা আল্লাহর প্রিয়জন। তাই আল্লাহ তার গুনাহ তাড়াতাড়ি ক্ষমা করেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন।’ সুরা তালাক আয়াত ৫। ৪. অধিক পুণ্যদান : আল্লাহতায়ালা মুত্তাকি বান্দাকে পুণ্য বাড়িয়ে দেন এবং মুত্তাকিকে মহাপুরস্কার দেন।’ সুরা তালাক আয়াত ৫। ৫. অন্তর্দৃষ্টি প্রদান : তাকওয়ার বদৌলতে আল্লাহতায়ালা মুত্তাকিকে অপার্থিব আলো অর্থাৎ অন্তর্দৃষ্টি দান করেন। ‘হে মুমিনগণ! তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তিনি তোমাদের সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দেবেন।’ সুরা আনফাল আয়াত ২৯। ৬. আল্লাহর ভালোবাসা অর্জন : মুত্তাকি বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসেন। ‘নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।’ সুরা আলে ইমরান আয়াত ৭৬) ৭. আল্লাহর সান্নিধ্য লাভ : মুত্তাকি বান্দা আল্লাহর সান্নিধ্য অর্জন করে। ‘জেনে রাখ, যারা পরহেজগার আল্লাহ তাদের সঙ্গে আছেন।’ সুরা বাকারা আয়াত ৯৪। ৮. আত্মশুদ্ধি লাভ : খোদ আল্লাহতায়ালাই মুত্তাকি লোকের অবস্থা শুধরে দেন। ‘হে ইমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তিনি তোমাদের কার্যাবলি শুধরে দেবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন।’ সুরা আহজাব আয়াত ৭০-৭১। ৯. শত্রু থেকে সুরক্ষা : আল্লাহ স্বয়ং মুত্তাকি বান্দাকে প্রকাশ্য-অপ্রকাশ্য শত্রু থেকে রক্ষা করেন। ‘অথচ আল্লাহ তোমাদের শত্রুদের যথার্থই জানেন।’ সুরা নিসা আয়াত ৪৫।

লেখক : খতিব, বাইতুন নূর জামে মসজিদ, ভাটারা, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর