রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গৃহহীনদের ঘর

প্রশংসনীয় উদ্যোগ

গৃহহীনদের ঘর উপহার দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছেন। শনিবার ৬৯ হাজার ৯০৪ পরিবারের মধ্যে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেন তিনি। এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন ৪৯২টি উপজেলার মানুষ। প্রধানমন্ত্রী বলেন, ‘যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল আমার বাবার লক্ষ্য।’ শেখ হাসিনার পছন্দ করা নকশায় নির্মাণ করা হয়েছে এ প্রকল্পের বাড়ি। প্রতিটি ঘরে থাকছে দুটি শয়নকক্ষ, একটি লম্বা বারান্দা, একটি রান্নাঘর ও একটি টয়লেট। এসব ঘরের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। পরিবারগুলোর কর্মসংস্থানেরও উদ্যোগ নিয়েছে সরকার। তারা শুধু ঘর নয়, সঙ্গে পাচ্ছেন ভূমির মালিকানাও। পুরো ঘরটি নির্মাণের জন্য খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মালামাল পরিবহনের জন্য দেওয়া হয়েছে বাড়তি ৪ হাজার টাকা। কোথাও কোথাও এসব ঘরের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্ননীড়’, কোথাও ‘শতনীড়’। উপকারভোগীদের জমি ও ঘরের দলিল নিবন্ধন ও নামজারিও করে দেওয়া হচ্ছে। দেশের ৫০ বছরের ইতিহাসে এর আগে এত মানুষকে এক দিনে সরকারি ঘর হস্তান্তর করা হয়নি। ২১ জেলার ৩৬ উপজেলায় ৪৪ প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ প্রকল্প-২ এ কাজ করেছে। এটিই সম্ভবত বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি।

এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রশংসনীয় এ উদ্যোগ দেশের মর্যাদা বাড়াবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর