বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা উৎসব

সতর্ক থাকলে সুস্থ থাকবেন

করোনাভাইরাস নির্মূলে সরকার দেশব্যাপী গণটিকা দান শুরু করেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এ টিকার প্রযুক্তি পরীক্ষিত ও প্রমাণিত। তাই এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তার কিছু নেই। নির্ভয়ে, নিশ্চিন্তে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বনামখ্যাত চিকিৎসকরা। দেশবাসীর প্রতি তাদের পরামর্শ নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে করোনামুক্ত করুন। মঙ্গলবার দিনভর টিকা কেন্দ্রগুলোয় উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগে যাদের মধ্যে কিছুটা ভয়ভীতি ছিল তারাও এখন আগ্রহী হয়ে নিবন্ধন করে টিকা নিচ্ছেন। বয়সসীমা নামিয়ে আনাসহ সরকারের বেশ কিছু পদক্ষেপে সহজ হয়েছে টিকা গ্রহণ পদ্ধতি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিবন্ধন করেন ৬ লাখ ৯০ হাজার ৬৩ জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। করোনাভাইরাসের টিকা নিয়ে প্রথম দিকে কারও কারও মধ্যে ভয় থাকলেও এখন তা কেটে গেছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। সরকারের কেনা এ ভ্যাকসিনের ৩ কোটি ডোজের মধ্যে প্রথম ৫০ লাখ ডোজ গত মাসে হাতে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া ভারতের উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পেয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির নেতৃত্বাধীন প্ল্যাটফরম কোভ্যাক্স থেকেও বাংলাদেশ অক্সফোর্ডের টিকা পাবে। এ ছাড়া ফাইজারের কিছু টিকাও আসবে। সব টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। জ্বর, গায়ে ব্যথা, মাথাব্যথা, বমিবমি ভাব, গায়ে অ্যালার্জি ওঠা, টিকা দেওয়ার জায়গা হালকা ফুলে যেতে পারে। এটা সাময়িক, দু-তিন দিনেই টিকা গ্রহণকারী সুস্থ হয়ে যাবেন। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সতর্ক থাকলে সুস্থ থাকবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর