রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রোজার আগেই মূল্যবৃদ্ধি

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নজর দিন

রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা চালাচ্ছে অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট। আত্মশুদ্ধির রমজান আসার দুই মাস আগেই ভোজ্য তেল, ছোলা, চিনি, ডাল, আদা, রসুন, খেজুরসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রোজার মাসে যেহেতু সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয় হয়ে ওঠে সেহেতু আগে থেকে দাম বাড়িয়ে ব্যবসায়ীদের অশুভ সিন্ডিকেট উদ্দেশ্য পূরণে এগিয়ে থাকতে চাচ্ছে। গত এক মাসের ব্যবধানে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সয়াবিনের মণপ্রতি দাম বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। পাম তেলের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। ছোলার দাম বেড়েছে ৪৫০ থেকে ৬০০ টাকা। চিনির দাম বেড়েছে মণপ্রতি ২০০ থেকে ২২০ টাকা। হঠাৎ দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের অজুহাত, করোনা প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। রপ্তানিকারক দেশগুলোয় উৎপাদন কমে গেছে। তাই কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম ওঠানামা করছে। রোজার মাসে ইফতারিতে ব্যবহৃত হয় এমন সব পণ্যের মূল্য ঢালাওভাবে বৃদ্ধির কারণ যাই হোক না কেন তা ভোক্তাদের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। রোজার মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এ দেশে ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার সব দেশে ধর্মীয় ও সামাজিক ভাবাবেগের সঙ্গে সম্পর্কিত উৎসব এবং এ-সংক্রান্ত দিনগুলো সামনে রেখে পণ্যের দাম কমানো হয়। বাংলাদেশে দেখা যায় ঠিক তার বিপরীত চিত্র। গত এক যুগে রোজার মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ নেওয়ায় এ বছর আগেভাগে দাম বাড়ল কিনা প্রশাসন তা খতিয়ে দেখবে আমরা এমনটিই চাই। করোনাভাইরাসের কারণে দেশের সিংহভাগ মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে নাজুক অবস্থায় রয়েছে। রমজানে বাড়তি দামে নিত্যপণ্য কিনতে হলে তাদের পক্ষে অশেষ দুর্ভোগে পড়তে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার এখনই পদক্ষেপ নেবে এমনটিই কাক্সিক্ষত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর