বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত

শিক্ষার্থীদের স্বার্থ ভাবতে হবে

বন্ধ ক্যাম্পাস খোলার দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দিন ধরে নিজেরাই আবাসিক হলগুলোর তালা ভেঙে হলে থাকতে শুরু করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে প্রবেশ করেন ছাত্ররা। ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে সোমবার দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চবিদ্যাপীঠ। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় মে মাসের তৃতীয় সপ্তায় শ্রেণিকক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বিশ্ববিদ্যালয়গুলোও গত বছর ১৭ মার্চ বন্ধ ঘোষণা করা হয়। এরপর অনলাইনে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়নি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী টিউশনি করেন। কারও চাকরির আবেদনের সময় শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা বলছেন, মাদরাসা কি শিক্ষাপ্রতিষ্ঠান নয়? গত বছরের আগস্ট থেকে মাদরাসা কীভাবে চালু হলো। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অফিস-আদালতসহ সবকিছুই চলছে। তাহলে তাদের জীবন ব্যাহত হবে কেন? কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সামাজিক অনুষ্ঠান চলছে। করোনায় কোনো কিছু থেমে নেই। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরীক্ষার্থীদের জন্য ১৩ মার্চ খুলে দেওয়ার কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মের আগে খুলবে না। একই সঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা-ভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনের কথা অনুভব করা কর্তৃপক্ষের দায়িত্ব।

সর্বশেষ খবর