শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

বায়ুদূষণের নগরী

ঢাকার এ অভিধার অবসান হোক

বায়ুদূষণ ঢাকার পরিচিতির অনুষঙ্গ হয়ে আছে দীর্ঘদিন ধরে। এ ক্ষেত্রে শিরোপা অর্জনের কৃতিত্বও দেখিয়েছে বাংলাদেশের রাজধানী। ঢাকার বায়ুদূষণ মাঝেমধ্যে এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় যে বিশ্বের কোনো নগরীকে তার ধারেকাছে পাওয়াও কঠিন। বিশ্ব বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজুয়াল ৮ মার্চ ঢাকার বায়ুদূষণ সম্পর্কে যে তথ্য জানিয়েছে তা আঁতকে ওঠার মতো। তাদের প্রতিবেদন অনুযায়ী ৮ মার্চ দিনভর ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর। ওইদিন বিকাল ৩টায় কারওয়ান বাজারে বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৫; দূষণের দিক থেকে ঢাকা ছিল বিশ্বের মধ্যে ষষ্ঠ। বিকাল ৪টায় কারওয়ান বাজারের একিউআই স্কোর হঠাৎ বেড়ে ২৮৩-তে গিয়ে দাঁড়ায়, যা ছিল চরম অস্বাস্থ্যকর। এ পরিস্থিতিতে শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, বয়স্ক ও শিশুদের ঘরের বাইরের কর্মকা- থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তাদের দীর্ঘায়িত পরিশ্রম এড়াতেও বলা হয়। রাত ৯টায় গড় দূষণমাত্রা ২৪৩ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত নগরীর তালিকায় উঠে আসে ঢাকার নাম। ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল চীনের শেনিয়াং আর ১৭৯ স্কোর নিয়ে ভারতের দিল্লি তৃতীয়। কোনো এলাকায় বায়ুমান সূচকের স্কোর ৫০-এর নিচে থাকলে তাকে স্বাস্থ্যকর ধরা হয়। এ স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে তাকে সহনীয় এবং এর বেশি হলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ২৪৩ স্কোর খুবই অস্বাস্থ্যকর হওয়ায় এয়ার ভিজুয়াল ৮ মার্চ নগরবাসীকে পরামর্শ দেয় কেউ ঘরের বাইরে বেরোলে যেন মাস্ক ব্যবহার করেন। ঘরের দরজা-জানালা বন্ধ রাখারও পরামর্শ দেয় তারা। ঘরের বাতাস দূষণমুক্ত করতে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র চালুরও তাগিদ দেওয়া হয়। বায়ু কতটা দূষিত হলে এমন পরামর্শ দেওয়া হয় তা সহজেই অনুমেয়। ঢাকা বায়ুদূষণের নগরী হয়ে উঠেছে নাগরিক ও কর্তৃপক্ষের অপরিণামদর্শী ভুলে। ধুলা ও ধোঁয়ার বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্ট সবাইকে এখনই যত্নবান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর