শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

উন্নয়নশীল বাংলাদেশ : কিছু পর্যবেক্ষণ

প্রফেসর ড. মো. মাহবুবর রহমান

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং আগামী পাঁচ বছর এ ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের সুপারিশ অর্জন করবে। বাংলাদেশের এ মর্যাদা একটি মহল কোনো দিনই চায়নি। কারণ হাত পাতলেই যেখানে পাওয়া যায় সেখান থেকে সহজেই নিজে একটা বড় অংশ হাতিয়ে নেওয়া সহজ। সে সহজ পন্থা ছেড়ে উন্নয়নের পরিকল্পনা করার ঝামেলা এবং তা বাস্তবায়নের নিরলস পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় চ্যালেঞ্জ নেওয়ার সৎসাহস কি সেই নেতৃত্বের আছে? তাদের অসততা বহুবার প্রমাণিত হয়েছে। লন্ডনে বসে আন্দোলনের সিদ্ধান্ত দেয় আর এখান থেকে আন্দোলনের নামে প্রহসনের ডাক দেয়। নেতারা ঘুমায়, দিন শেষে ঘোষণা দেয় পুলিশ মারধর করেছে; তা সত্ত্বেও আন্দোলন সফল হয়েছে দাবি করে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে, তাদের আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এর অর্থ দাঁড়ায় আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের কাতারে গেল এটি অসহ্য। তা না হলে এ খবরটা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের আন্দোলনের ডাক কেন? শুধু কি তাই! অপপ্রচার বা অযৌক্তিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখন থেকে বাংলাদেশ অনেক সুযোগ-সুবিধা বঞ্চিত হবে যেমন শুল্কমুক্ত কোটায় উন্নত বাজারে প্রবেশাধিকার, বিনা সুদে বৈদেশিক আর্থিক সহায়তা অর্থাৎ ভিক্ষা ইত্যাদি পাওয়া যাবে না। কিন্তু উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাংলাদেশ যে অনেক ক্ষেত্রে যেমন সহজ ও স্বল্পসুদে ঋণ সুবিধা, শিল্পায়নের জন্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দেশে উদ্যোক্তা সৃষ্টি, কারিগরি দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ, মানুষের জীবনমান উন্নয়ন ইত্যাদির উল্লেখ তারা করেন না। দুঃখের সঙ্গে উল্লেখ করার বিষয় যে, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগসহ অনেকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এখনো অনেক দুর্নীতিবাজ রাঘববোয়াল ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতিবাজ যে-ই হোক রন্ধ্রে রন্ধ্রে খোঁজ করে তার বিরুদ্ধেও অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্যসহিষ্ণুতা বাস্তবায়ন করা হোক। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাম্প্রতিক ঘোষণা- কোনো দুর্নীতিবাজ বা নব্য আওয়ামী লীগারকে কোনো পর্যায়ের কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং কোনো পদের জন্য মনোনয়ন দেওয়া যাবে না- এ ঘোষণাটি যথাযথভাবে কার্যকর হয়নি বা হচ্ছে না বলে অনেক প্রকৃত আওয়ামী সমর্থক মনে করেন। বিষয়টি সম্পর্কে আরও সতর্ক হওয়া প্রয়োজন। দেশে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। তারা অতিকষ্টে জীবনযাপন করছে। আমাদের অসংখ্য বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে। তার অনেকটিতেই শিক্ষা প্রদানের প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি এমনকি শিক্ষকও নেই। অনেক ক্ষেত্রে শিক্ষক থাকলেও যুগোপযোগী দক্ষতা নেই। এমনকি মেডিকেল কলেজেও, যেখানে জীবন বাঁচানোর উপযোগী করে ডাক্তার তৈরির ওয়াদা থাকলেও অপ্রয়োজনীয় কিছু বিভাগ খোলা হয়েছে অনেক ক্ষেত্রে। আমাদের মনে রাখতে হবে, রাতারাতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা গেলেও দক্ষ বা সুদক্ষ শিক্ষক তৈরি করা যায় না, সময় লাগে। বেকার শিক্ষিত জনবলকে কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য কাজের ব্যবস্থা করা একান্ত জরুরি। বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র ভর্তির আগেই বিষয়টি সুবিবেচনার দাবি রাখে। জনসাধারণ অনেকটা আশাবাদী যে এ বিষয়গুলো বিবেচনায় রেখে সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রয়োজনবোধে বর্তমান প্রেক্ষাপটে সেটিকে আরও হালনাগাদ করা যেতে পারে। সামগ্রিক পরিপ্রেক্ষিতে সরকারের যা পরিকল্পনা তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের দৃঢ়বিশ্বাস, সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং প্রস্তুত।

লেখক : সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সর্বশেষ খবর