মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

মার্টিন লুথার কিং, জুনিয়র

বিশ্বে মোটামুটি ১৫ থেকে ২০টি ভাষণ আলোড়ন সৃষ্টি করেছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের সেই ভাষণগুলো বিশ্ব পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে। তাঁদের মধ্যে মার্টিন লুথার কিং, জুনিয়র-এর “I have a dream” নামে খ্যাত ভাষণটি শুধু আমেরিকা নয়, বিশ্বব্যাপী খ্যাত। মার্টিন লুথার ছিলেন আফ্রিকান আমেরিকান। তিনি বর্ণবৈষম্য বিলোপ, শান্তি ও নাগরিকদের মৌলিক অধিকার  বা মানবাধিকারের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মৌলিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬৩ সালের ২৮ আগস্ট এক বিরাট মিছিলের নেতৃত্ব দেন যা ১৯৬৩  1963 March on Washington' নামে পরিচিতি পায়। মিছিল শেষে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল মঞ্চে এ ভাষণটি দেন। তা ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, “ I have a dream that my four children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character.”

মার্টিন লুথারের ওই ভাষণের পর আমেরিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং সিভিল রাইট প্রতিষ্ঠায় অনেক আইন তৈরি হয়।

সর্বশেষ খবর