শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা সংক্রমণ

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে হবে

প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে ৬ হাজার ৪৬৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে দেশে আর হয়নি। শুক্রবার সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১ লাখ ৫১ হাজার ৮০০-এর বেশি। যেভাবে প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছে এভাবে চলতে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। সারা দেশে শনাক্তের হারের গড় ২২.৯৪ শতাংশ হলেও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ শতাংশের ওপরে। ইতিমধ্যে সরকার গঠিত কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জরুরি সভা করেছে। সভা থেকে সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনার আলোকে আরও কিছু সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, হাসপাতালগুলোয় যথাসম্ভব কভিড-১৯ রোগীর শয্যাসংখ্যা ও আইসিইউতে শয্যা বাড়ানো দরকার। ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়িয়ে সেখানে এলাকার রোগীর চিকিৎসা করা দরকার। কভিড-১৯-এর জন্য টেস্ট করাতে আসা মানুষ যাতে সহজে সেবা পায় তার ব্যবস্থা করা দরকার। আগামী দিনগুলোয় করোনা টেস্ট করার চাহিদা বাড়তে পারে, তা মাথায় রেখে পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। পাশাপাশি রোগপ্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধের তাগিদ দিয়েছে কমিটি। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরাসহ সব নির্দেশনা যাতে পালন করা হয় তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলোয় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিকনির্দেশনা নেওয়া যেতে পারে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সবার এখন নজর দেওয়া উচিত যাতে ভাইরাসটি একজন থেকে আরেকজনে না ছড়াতে পারে সে ব্যবস্থার ওপর, এটাই এখন বড় দরকার। আর এজন্য সবচেয়ে বড় কার্যকর পন্থা হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর