শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় ডোজের টিকা

সফল হোক এ মহতী উদ্যোগ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াল থাবা বিস্তার করেছে। ঠিক এমন এক মুহূর্তে করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম গতকাল শুরু হয়েছে। প্রথম ডোজে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজের টিকাও পাবেন তারা। কিন্তু সরকারের হাতে বর্তমানে মজুদ আছে ৪৬ লাখ ৩১ হাজার ২৯৭ ডোজ। দেড় মাসের মধ্যে টিকা আমদানি না হলে ৯ লাখ ৩৭ হাজার ৪০৬ জনকে টিকা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে আবার ভারত সরকার রপ্তানি স্থগিত করায় টিকা পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এ সংকটাবস্থার মধ্যেও একই সঙ্গে প্রথম ডোজের টিকাদান কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য বুধবার বিকালের মধ্যে সারা দেশে টিকা পৌঁছে গেছে। ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচির প্রথম দিন যারা টিকা নিয়েছিলেন ৮ এপ্রিল বৃহস্পতিবার তাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। সরকারের হাতে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত টিকা না থাকলেও পাশাপাশি প্রথম ডোজের টিকা দেওয়া অব্যাহত রাখা হয়েছে ভারতের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বোঝাপড়ার নিরিখে। ভারত সরকার আপাতত টিকা রপ্তানি বন্ধ রাখলেও বাংলাদেশের প্রয়োজন মেটাতে সময়মতোই চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ করবে এমনটিই আশা করা হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের উদ্ভাবিত ৩ কোটি টিকা কেনার জন্য গত বছরের নভেম্বরে চুক্তি হয়। ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া যায় ৫০ লাখ ডোজ টিকা। তবে সরকার যেহেতু ব্যাপকসংখ্যক লোককে টিকা দিতে চায় সে উদ্দেশ্যে অন্যান্য সূত্র থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৩ কোটি টিকা সংগ্রহের চেষ্টা চলছে। চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগের মাধ্যমেও দেশে টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করব করোনাভাইরাসের থাবা ভাঙতে সবার জন্য টিকা নিশ্চিত করা শুধু নয়, স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে তাও নিশ্চিত করা হবে। দ্বিতীয় ডোজের টিকাদানের মহতী উদ্যোগ সফল হবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর