মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সর্বাত্মক লকডাউন

স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মানতে হবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আট দিন সাধারণ লকডাউন পালনের পর ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী সব সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান লকডাউনকালে বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সব ধরনের পরিবহন অর্থাৎ সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না লকডাউনকালে শিল্পকারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা-নেওয়া নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, বেসরকারি নিরাপত্তাব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য এবং সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস তাদের কর্মচারী ও যানবাহন নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। অতি জরুরি ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রি বা সরবরাহ করা যাবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবেন। করোনাভাইরাস দুনিয়াজুড়ে মহামারী হিসেবে আবির্ভূত হয়েছে। এ বিপদ থেকে রক্ষা পেতে লকডাউনের বিকল্প নেই। লাখ লাখ মানুষের জীবিকার স্বার্থে লকডাউনকালে কলকারখানা চালু রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ইতিবাচক। আমরা আশা করব এ ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মানা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর