শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রমনার বোমা হামলা

২০ বছরেও মামলা ঝুলে থাকা দুর্ভাগ্যজনক

রমনার বটমূলে বোমা হামলার দুটি মামলা ২০ বছর পরও নিষ্পত্তি না হওয়া শুধু দুর্ভাগ্যজনক নয়, জাতীয় লজ্জারও। বিচারব্যবস্থা দীর্ঘসূত্রতার ফাঁদে কীভাবে আবদ্ধ হয়ে পড়েছে দুই দশকেও দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি না হওয়া তারই প্রমাণ। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর এ এক বহুল স্বীকৃত বিষয়। একমাত্র অপরাধী ছাড়া যে কোনো মামলার দ্রুত নিষ্পত্তি যে কোনো সুনাগরিকের কাছে কাম্য। স্মর্তব্য, ২০ বছর আগে ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা পার্কের বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল জঙ্গি বলে পরিচিত মানুষ-শকুনরা। এ ভয়াবহ হামলায় মারা যান ১০ জন। নির্মম এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে হাই কোর্টে। আর বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি থমকে আছে সাক্ষীর অভাবে। ২০১৪ সালে হত্যা মামলাটি বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক তৈরি হয়। কয়েক দফা আদালত পরিবর্তনের পর এ মামলার কার্যক্রম আর এগোয়নি। তবে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হলে চলতি বছরই ডেথ রেফারেন্স নিষ্পত্তির আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার বিবরণ অনুযায়ী পয়লা বৈশাখ উদ্যাপনকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে রমনার বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে পৈশাচিক হামলা চালায় জঙ্গি নামের বিকৃত মানসিকতার শকুনরা। আমরা আশা করব বাঙালির নববর্ষ বরণের উৎসবে যারা রক্ত ঝরিয়েছে তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হত্যা ও বিস্ফোরক সংক্রান্ত দুটি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা হবে। শুধু এ মামলা নয়, জনমানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে যে কোনো মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়ানোর জন্য করণীয় নির্ধারণে সরকার ও সর্বোচ্চ আদালত একযোগে পদক্ষেপ নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর