শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কমলালেবুর গুণ

বাংলাদেশের অন্যতম ফল কমলালেবু। বলাই বাহুল্য, কমলালেবুর সবচেয়ে বেশি গুণ তার জুসে। কারণ যে কোনো সাইট্রাস ফ্রুটজুসের মতোই এতে আছে অনেকটা পরিমাণে ভিটামিন সি। তাতে ত্বকের নমনীয়তা যেমন বাড়ে তেমনভাবেই বেড়ে যায় নিজের ভিতরের রোগপ্রতিরোধ ক্ষমতাও। কারণ কমলালেবুর ভিতরে থাকা ভিটামিন সি ত্বকের জন্য যেমন দরকারি তেমনভাবেই তার মধ্যে থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ায় সর্দি-কাশি, ছোটখাটো ফাটা বা ত্বকের ক্ষত সেরে যায় এমনিতেই। ফলে অনুজ্জ্বল বিবর্ণ ত্বক সারাতে কমলালেবুর অবদান অনস্বীকার্য।

কমলালেবুর খোসাও ব্যবহার করতে পারেন ত্বকের সৌন্দর্য বৃদ্ধির কাজে। ভালো করে কমলালেবুর খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে প্রাইন্ডারে পিষে নিয়ে তাতে মিশিয়ে দিন দুধের সর ও সামান্য বেসন। তারপর ভালো করে লেই তৈরি করে হাতে, কানে তা লাগিয়ে নিন। মিনিট দশেক সেই লেই মেখে নিয়ে রেখে দিলে মিনিট সাতেক পর থেকেই তাতে ত্বকের টান শুরু হয়ে যায়। এতে মৃত কোষগুলো ঝরে গিয়ে ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যায় অনায়াসেই। তারপর ঠান্ডা পানিতে আরেকবার ধুয়ে নিতে পারলে ত্বকের ওপেন হয়ে যাওয়া পোরসগুলোর মুখ বন্ধ হয়ে যায়। কমলালেবুর খোসা আরেকভাবেও ব্যবহার করতে পারেন। একটু রোদে শুকিয়ে নিয়ে তাতে মুড়মুড়ে ভাব ধরে এলে সেটাকে গুঁড়ো করে নিয়ে একটা কৌটায় করে রেখে দিন। স্কিন ট্যানিংয়ের যে ন্যাচারাল পাওয়ার রয়েছে কমলালেবুর খোসায় তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলে আপনার ত্বক হেসে উঠবেই।

                আফতাব চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর