মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অস্বস্তিকর দাবদাহ

আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধি উদ্বেগজনক

দাবদাহে পুড়ছে দেশ। গত সাত বছরের মধ্যে এবারই দাবদাহে সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের পর এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। রবিবার রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে গেছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। এপ্রিলের শেষ দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। তখন তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ময়মনসিংহ, রংপুর, সিলেট, কুমিল্লা অঞ্চল দিয়ে শুরু হয়ে বৃষ্টিপাত ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, বৃষ্টিহীন বৈশাখে সবচেয়ে গরম দিন ছিল গেল রবিবার। ২০১৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এদিন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনমনে অস্বস্তি প্রকট আকার ধারণ করেছে। রমজানে রোজাদারদের পড়তে হয়েছে মহাভোগান্তিতে। শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। করোনাকালে এমনিতেই ঘরের বাইরে সবাইকে মাস্ক পরে চলতে হচ্ছে। যার ফলে দাবদাহে কষ্ট বেশি পাচ্ছেন লকডাউনকালেও যারা ঘরের বাইরে যেতে বাধ্য হচ্ছেন। আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধি উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মধ্যে। দাবদাহের কারণে সারা দেশে দেখা দিয়েছে পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি উঠছে না। আবহাওয়ায় উষ্ণতা বাড়ছে গাছপালা ধংস ও বায়ুদূষণের কারণে। মানুষের অস্তিত্বের জন্যও তা হুমকি সৃষ্টি করছে। এ অবস্থার মোকাবিলায় বৃক্ষরোপণ ও তা রক্ষায় নজর দিতে হবে। বায়ুদূষণ সম্পর্কেও সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর