বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভিন্নমত

২৪ এপ্রিল খোলা কলামে সৈয়দ বোরহান কবীরের ‘হেফাজতের আত্মসমর্পণ’ শীর্ষক লেখার অংশবিশেষের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বিবৃতিতে বলা হয়, লেখক হেফাজতে ইসলাম সম্পর্কে লিখতে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণের বিকৃত উপস্থাপন ও ব্যাখ্যা দান করে অহেতুক অপ্রাসঙ্গিক ও জাসদবিদ্বেষী মিথ্যাচার করেছেন। বঙ্গবন্ধু তাঁর ভাষণে ১৯৪৮ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বি টি রণদিভের দেওয়া তত্ত্ব ব্যবহার করে কমিউনিস্টদের সশস্ত্র সংগ্রামের একটি রেফারেন্স দিয়েছেন ও তাঁর শাসনামলের আত্মস্বীকৃত মাওবাদীদের কার্যক্রমের সমালোচনা করেছেন। বঙ্গবন্ধু কর্তৃক মাওবাদীদের সমালোচনাটি লেখক জাসদের ওপর চাপিয়ে দিয়ে লিখেছেন যে সে সময় জাসদের সন্ত্রাস, নৈরাজ্য এবং হঠকারিতার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সম্ভবত এ রকম মন্তব্য করেছিলেন। সৈয়দ বোরহান কবীর নিজে নিশ্চিত না হয়ে তার মন্তব্যে ‘সম্ভবত’ শব্দও যোগ করেছেন। ‘জাসদ সে সময় সে কাজগুলোই করত যা ২৬ ও ২৭ মার্চে এবং ২০১৩-তে হেফাজত করেছে’ বলার মধ্য দিয়ে লেখক বরাবরের মতো জাসদবিরোধী তার পুরনো বিদ্বেষের বহিঃপ্রকাশ করেছেন। বিবৃতিতে লেখকের প্রতি বঙ্গবন্ধুর ওই বক্তব্যের আগে বা পরে জাসদ বাংলাদেশের কোথায় সাম্প্রতিক হেফাজতের মতো আচরণ করেছে এমন তথ্য-প্রমাণ প্রদান করার অন্যথায় নিজের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘৭৪-এ জাসদ ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে এমন বক্তব্য প্রদান করে সৈয়দ বোরহান কবীর রাজনৈতিক নির্বুদ্ধিতা ও সমকালীন ইতিহাস বিষয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর