শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

২৫ বৈশাখ আজ

বাঙালির বাতিঘর রবীন্দ্রনাথ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী আজ। বাঙালির বাতিঘর এই কবি ১৬০ বছর আগে ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যকে স্বদেশের গন্ডি ডিঙিয়ে বিশ্বপরিসরে তুলে ধরার কৃতিত্ব দেখান তিনি। কবিগুরু বাঙালিকে আপন মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পথ দেখিয়েছেন। ঔপনিবেশিক সেই যুগে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে তিনি বাংলা ভাষা ও বাঙালি জাতির মর্যাদা যে উচ্চতায় নিয়ে যান তা ছিল তাঁর আগের হাজার বছরের সেরা অর্জন। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালিই শুধু নন, এশিয়া মহাদেশে তাঁর আগে কেউ এ মর্যাদায় নিজেকে অভিষিক্ত করতে পারেননি। সেই প্রাচীনকালেও পদ্মা-মেঘনা-যমুনা পাড়ের এ ভূখন্ডের মানুষ আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে পরিচিত ছিল। পরে বিদেশি শাসন ও বঞ্চনার ঘটনা বাঙালির আত্মপরিচয় নিষ্প্রভ করে তোলে। রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যকর্ম দিয়ে বাঙালিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলেন। কবিগুরুর নোবেল পুরস্কার অর্জন বাঙালির আত্মবিশ্বাসে যে জোয়ার সৃষ্টি করে তার মহিমাময় প্রকাশ ঘটে প্রায় ছয় দশক পরে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাঙালিকে অস্ত্র ধরার সাহস জুগিয়েছে এ আত্মবিশ্বাস। মহান মুক্তিযুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন বিশ্বকবির একনিষ্ঠ অনুসারী। রবীন্দ্রনাথের জন্ম অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় হলেও তাঁর পূর্বপুরুষের বসবাস ছিল তৎকালীন পূর্ববাংলা বা আজকের বাংলাদেশের খুলনায়। তাঁর মাতুলালয় ও শ্বশুরবাড়িও ছিল খুলনায়। রবীন্দ্রনাথের মানসজগৎ গঠনে বাউল সাধক লালন শাহের ভূমিকা অনন্য। লালন শাহের মানবধর্মের পূজারি ছিলেন তিনি। করোনাকালে কবিগুরুর ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছর বাংলাদেশে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন নেই। তবে এই দিনে বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন কবিকে। রবীন্দ্রনাথ মনুষ্যসত্তার বিকাশকে কাক্সিক্ষত মনে করতেন। বাঙালি মানুষ হয়ে উঠুক এই ছিল তাঁর ঐকান্তিক কামনা। কবিগুরুর জন্মবার্ষিকীতে আমাদের শপথ হোক মানবিকতার পতাকা ঊর্ধ্বে তুলে ধরার। হিংসা-হানাহানি মুক্ত অসাম্প্র্রদায়িক দেশ গড়ার। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর