মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

বাংলা বিভাগ

১৯৪৭ সালের এপ্রিল-মের দিনগুলোয় হিন্দু মালিকানাধীন সংবাদপত্র ও রাজনীতিকরা বাংলা বিভাগের পক্ষে অপ্রতিরোধ্য আন্দোলন শুরু করেন। ১৯৪৭-এর ফেব্রুয়ারিতে ব্রিটিশ কর্তৃপক্ষের ঘোষণায় ভারত বিভাগের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। দেশ বিভাগ অনিবার্য, বিষয়টি কংগ্রেস ও হিন্দু মহাসভা নেতাদের কাছে পরিষ্কার হওয়ার পর তাঁরা বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ও পাঞ্জাবের শিখ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভারত ইউনিয়নের মধ্যে রেখে দেওয়ার ব্যাপারে সংকল্প প্রকাশ করেন। বাংলা প্রাদেশিক কংগ্রেস কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলা প্রাদেশিক বিভাগ ও ভারত ইউনিয়নের মধ্যে কলকাতাকে অন্তর্ভুক্ত করে একটি স্বতন্ত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ (পশ্চিমবঙ্গ) গঠনের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। প্রায় একই সময়ে বাংলার প্রাদেশিক হিন্দু মহাসভা এ মর্মে সিদ্ধান্ত ঘোষণা করে যে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ অবশ্যই ভারত ইউনিয়নের মধ্যে থাকবে এবং ওই অঞ্চলসমূহকে ভারতের অবশিষ্ট অঞ্চল থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

  ► জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর