বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

হাই কোর্টে ২১টি বেঞ্চ

ন্যায়বিচার নিশ্চিত করবে

করোনাকালে স্থবির হয়ে পড়েছে দেশের বিচারব্যবস্থা। মহামারীর সংক্রমণ ঠেকাতে যৌক্তিক কারণেই আদালতের কার্যক্রম সীমিত রাখা হয়েছে সবকিছুর চেয়ে মানুষের জীবনের মূল্যকে প্রাধান্য দিয়ে। এ সিদ্ধান্তের যথার্থতা নিয়ে সংশয় না থাকলেও করোনাঘাতে দেশের বিচারব্যবস্থা যে গভীর সংকটে পড়েছে তা এক মহাসত্যি। এ দুরবস্থার অবসানে থমকে যাওয়া বিচার কার্যক্রমে গতি আনতে প্রতিদিন আপিল বিভাগের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এখন থেকে প্রতিদিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চলবে বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিচারকাজ আরও গতিশীল করতে হাই কোর্ট বিভাগে আরও পাঁচটি বেঞ্চ বাড়ানো হয়েছে। এর ফলে মোট ২১টি বেঞ্চে হাই কোর্ট বিভাগের বিচার চলবে ভার্চুয়াল পদ্ধতিতে। পুনর্গঠিত বেঞ্চের তালিকা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্মর্তব্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব আদালত বন্ধ হয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে শুরু হয় বিচার কার্যক্রম। ১২ এপ্রিল সপ্তাহে তিন দিন আপিল বিভাগ ভার্চুয়ালি বিচারকাজ শুরু করে। আর হাই কোর্টের কিছু বেঞ্চ সীমিত পরিসরে বিচার কাজ চালু রাখে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি প্রকাশের পর হাই কোর্টে স্তূপীকৃত মামলাগুলোয় গতি সৃষ্টি হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারকাজ শুরুর সুযোগ সৃষ্টি হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় কোনো বাধা থাকবে না। সে অবস্থায় মামলাজটের অবসানে বিচারকরা প্রয়োজনে বাড়তি সময় ব্যয় করবেন। পর্যাপ্তসংখ্যক বিচারক নিয়োগের বিষয়টিও ভাবা যেতে পারে। আমরা এ কলামে বারবার বলেছি বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। দেশে আইনের শাসন এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দ্রুত বিচারের পদ্ধতি অনুসরণ আজ সময়ের দাবি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর