মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় ইসলাম

মুহম্মাদ ওমর ফারুক

মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় ইসলাম

আল্লাহর রহমত পেতে তাঁর সৃষ্টজীবের প্রতি সদয় হতে হবে। তা সে মানুষ হোক কিংবা অন্য কোনো সৃষ্টি। মানুষের প্রতি দরদ ও ভালোবাসা প্রকাশ প্রত্যেক ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। মানুষকে ভালোবাসলে আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ পায়। করোনাকালে আল্লাহর রহমত পেতে সমাজের গরিব-দুঃখী-অভাবী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্পষ্ট ঘোষণা, ‘যে ব্যক্তি মানুষের প্রতি সদয় ও সহানুভূতিশীল নয় তার ওপর আল্লাহ কোনো অনুগ্রহ করেন না।’ অর্থাৎ যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না তাকে আল্লাহও ভালোবাসেন না। অন্য এক হাদিসে ইরশাদ হচ্ছে, হজরত আবদুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত, ‘উদার ও দয়ালুদের প্রতি দয়াবান রহমান দয়া করে থাকেন। তোমরা পৃথিবীবাসীকে দয়া কর, ভালোবাস। আল্লাহ তোমাদের দয়া করবেন, ভালোবাসবেন।’ তিরমিজি, মিশকাত। আরেক হাদিসে আছে, ‘মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সে যে মানুষের কল্যাণ করে।’ হজরত নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘সব মোমিন এক অখণ্ড সত্তার মতো। যদি কোনো ব্যক্তির চোখে ব্যথা হয় তবে তার সর্বাঙ্গ ব্যথিত হয়। যদি তার মাথায় ব্যথা হয় তখন সর্বাঙ্গ ব্যথিত হয়।’ বুখারি, মুসলিম।

হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রসুল (সা.) বলেছেন, একজন মোমিন অন্য মোমিনের জন্য প্রাচীরস্বরূপ। এর এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। এ কথা বলার সময় তিনি এক হাতের আঙুলকে অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকিয়ে দেখান।’ বুখারি, মুসলিম। কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে অনুভব করা যায় যে আল্লাহর অনুগ্রহ পেতে হলে তাঁর সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে।

সুখে-দুঃখে পরস্পরের সমঅংশীদার হতে হবে, কারও অসুখের খবর পেলে তার সেবা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুধু মানুষের অধিকারের কথা বলেই আল্লাহর নবী ক্ষান্ত হননি। তিনি এর সঙ্গে প্রাণীমাত্রের অধিকার সংরক্ষণের কথাও বলেছেন। ইরশাদ হচ্ছে, ‘সমস্ত সৃষ্টিজগৎই হলো আল্লাহর পরিবার। এ পরিবারের সদস্যদের যে যত বেশি উপকার করবে সে তত বেশি আল্লাহর প্রিয়পাত্র হবে।’ তিরমিজি।

এ হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায়, সব সৃষ্টিজীব হলো আল্লাহর পরিবারের সদস্য। এসব সদস্যের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। তাই মানুষের অধিকার সংরক্ষণের জন্য বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এ পার্থিব জগতে আল্লাহর করুণা ও পরজগতে বেহেশত লাভের আশ্বাস দিয়েছেন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর