বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

ঋণদাতা বাংলাদেশ

দেশের মুকুটে সোনালি পালক

স্বাধীনতার পর তিন যুগের বেশি সময় ধরে যে বাংলাদেশ ছিল বিদেশি সাহায্য এবং ঋণের ওপর নির্ভরশীল সে দেশই এখন অন্য দেশকে ঋণ দেওয়ার কথা ভাবছে। সার্কভুক্ত বন্ধু দেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ ঋণ দেওয়া হবে সাময়িক সময়ের জন্য বৈদেশিক মুদ্রা বিনিয়োগ চুক্তির আওতায়। সাধারণত বৈদেশিক মুদ্রার দিক থেকে খুবই দুর্বল কোনো দেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে কারেন্সি সোয়াপ গঠন করা হয়। এর অধীনেই মূলত শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া হবে। এ ঋণের মাধ্যমে নতুন একটি ইতিহাসও সৃষ্টি করবে বাংলাদেশ। পরে অন্য দেশকেও বাংলাদেশ এমন সহায়তা দেবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৩ মে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ সুবিধা প্রদান-সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রীর মতে এটা বাংলাদেশের জন্য নতুন মাইলফলক; যা মূলত অর্থনৈতিক দৃঢ়তা ও সক্ষমতা অর্জনের একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে। ঋণগ্রহীতা থেকে বাংলাদেশ ঋণদাতা দেশে পরিণত হবে। সোয়াপের নিয়ম অনুযায়ী প্রথমে তিন মাসের মেয়াদে ঋণ দেওয়া যায়। পরে এর মেয়াদ দুই পক্ষের সম্মতিতে বাড়ানোর সুযোগ রয়েছে। এটা মূলত বৈদেশিক মুদ্রার সংকটে পড়া দেশের পাশে দাঁড়ানোর একটি কৌশল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সর্বকালের সবচেয়ে সুবিধানজক অবস্থানে রয়েছে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ থাকায় তার একাংশ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ যে অর্থনৈতিক ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে এটি তারই এক অনন্য চিত্র। স্মর্তব্য, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ঋণ দেবে এমন প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। কিন্তু আজগুবি অভিযোগ তুলে সে ঋণ বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে নিজস্ব অর্থে বিশাল ওই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কাকে ঋণদান বাংলাদেশের মুকুটে সাফল্যের সোনালি পালক হিসেবে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর