সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

মুসা খানের প্রতিরোধ

১৬০৮ খ্রিস্টাব্দের বর্ষাকাল শেষ হতেই মুগল সুবাদার ইসলাম খান গোলন্দাজ বাহিনী ও ২৯৫টি রণতরী সংবলিত এক নৌবহরসহ বিশাল বাহিনী নিয়ে ভাটি অভিমুখে অভিযান করেন। এ অভিযানের সংবাদ পেয়ে মুসা খান তাঁর মিত্র জমিদারদের নিকট বার্তা পাঠান যেন তারা অতর্কিত আক্রমণ চালিয়ে মুগল বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করেন, এবং সম্ভাব্য ক্ষেত্রে সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করেন। গৌড় পরগনায় স্থাপিত তাঁর সেনা-ছাউনি থেকে ইসলাম খান ২০০০ অশ্বারোহী ও ৪০০০ পদাতিক সৈন্যের এক বাহিনী শেখ কামালের নেতৃত্বে বীরভূমের জমিদার বীর হামির, পাচেটের জমিদার শামস খান এবং হিজলির জমিদার সলিম খানের বিরুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত হয়ে তারা সবাই মুঘল সেনাপতির নিকট বশ্যতা স্বীকার করেন। ভুষণার জমিদার রাজা ছত্রজিৎ মুঘল সেনাপতি ইফতিখার খানের নিকট বশ্যতা স্বীকারে বাধ্য হন (১৬০৯ খ্রি.)। এ সময় মির্যা মুমিন, দরিয়া খান ও মাধব রায় মুঘল অধিকৃত সোনাবাজু পরগনায় সম্মিলিত আক্রমণ পরিচালনা করেন। ইসলাম খান সেনাপতি মির্জা নাথান এর অধীনে সোনাবাজু অভিমুখে এক বাহিনী প্রেরণ করেন। মুঘল বাহিনীর আগমনের সংবাদ পেয়ে মুসা খানের সহযোগী জমিদারগণ সোনাবাজুতে তাদের নতুন দুর্গ ত্যাগ করে সোনারগাঁয়ে ফিরে আসেন। বর্ষাকাল শুরু হতেই স্থানীয় জমিদার রাজা রায় করতোয়া নদীর তীরবর্তী শাহজাদপুরে তুকমাক খানের জায়গির এলাকায় অতর্কিত আক্রমণ চালিয়ে তুকমাক খানকে শাহজাদপুর দুর্গে অবরুদ্ধ করেন। তিন দিন পর অবশ্য রাজা রায় অবরোধ তুলে নিতে বাধ্য হন। এ সময় চাঁদপ্রতাপের (মানিকগঞ্জ জেলায়) মুঘল জায়গিরদার মিরাক বাহাদুর জালায়ের জমিদারদের এক প্রবল আক্রমণের মোকাবিলা করেন। স্থানীয় জমিদার বিনোদ রায় অপর তিন জমিদার মির্জা মুমিন, দরিয়া খান ও মাধব রায়সহ চাঁদপ্রতাপে সম্মিলিত আক্রমণ পরিচালনা করেন। জমিদারদের লক্ষ্য ছিল চাঁদপ্রতাপ মুক্ত করে ভাটি অভিমুখে মুঘল বাহিনীর অগ্রযাত্রায় প্রতিরোধ সৃষ্টি করা। মুসা খানের পক্ষীয় এ জমিদাররা এমন কৌশলে চাঁদপ্রতাপ দুর্গ অবরোধ করেন যে, দুর্গের পতন তখন অনিবার্য হয়ে ওঠে। এ সংকটময় অবস্থায় শাহজাদপুরের মুঘল জায়গিরদার তুকমাক খান দ্রুত মিরাক বাহাদুরের সাহায্যে অগ্রসর হন। শেষ পর্যন্ত জমিদারগণ অবরোধ তুলে পশ্চাদপসরণ করতে বাধ্য হন। ইসলাম খান এবার মুসা খানের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন।             ►  জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর