শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

মানুষের উন্নয়ন

তদারকি ও জবাবদিহি বাড়াতে হবে

‘উন্নতি’ ও ‘উন্নয়ন’ এক নয়। উন্নতি মানে ওপরে ওঠা আর উন্নয়ন হলো ওপরে তোলা। উন্নতি নিজের শক্তি ও বুদ্ধিতে করতে হয়; তাতে অন্যের সহায়তা লাগে। আর উন্নয়ন অন্যের ইচ্ছায়, অন্যের পরিচালনায়, অন্যের কর্তৃত্বে সাধিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নই হলো বর্তমান সরকারের দর্শন। দেশব্যাপী জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন সবই সম্ভব হয়েছে আমাদের সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা ও তা বাস্তবায়নের মাধ্যমে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। সব মানুষের উন্নয়নের মূলমন্ত্র ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগর ও গ্রামের বৈষম্য ক্রমাগত দূর করার উদ্দেশ্যে প্রতিটি গ্রামে আধুনিক সুবিধা সম্প্রসারণে বিস্তারিত কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ অনুযায়ী স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্বাবলম্বী করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি গ্রামে উন্নত রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসার উদ্যোগ নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধাসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের সম্প্রসারণের মাধ্যমে আধুনিক শহরের সব সুবিধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নসহ মানুষের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়নের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর নভেম্বরে ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ হবে। তাতে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ব্যাপকভাবে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অধিকাংশ সময় পল্লী অবকাঠামো উন্নয়নে মানহীন কাজ করা হয়। সুতরাং অবকাঠামো উন্নয়নে তদারকি ও জবাবদিহি বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর