রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

আইসিইউ সংকট

কার্যকর পদক্ষেপ নিন

করোনাভাইরাস বা কভিড-১৯-এর রোগীদের অন্যান্য উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। যেসব রোগীর শ্বাসকষ্ট সহনীয় মাত্রায় থাকে তাদের শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয় না। যাদের শ্বাসকষ্টের মাত্রা অনেক বেড়ে যায় তাদের শ্বাসযন্ত্র সচল রাখতে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে হয়। কেবল করোনায় আক্রান্ত নন, আরও অনেক গুরুতর রোগীর জন্য অক্সিজেন সরবরাহ জরুরি হয়ে পড়ে। দরকার পড়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। করোনা সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ৩১ জেলার মধ্যে ১৫টিতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। ১০ মাস আগে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন। কিন্তু এত দিনেও তা স্থাপন না হওয়ায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আইসিইউ, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোয় বাড়ছে করোনায় মৃত্যু। পাঁচ দিন ধরে শতাধিক প্রাণহানি ঘটছে। করোনা আক্রান্ত হয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে অনেকের করতে হচ্ছে প্রাণান্ত চেষ্টা। এ মুমূর্ষু সময়ে মিলছে না আইসিইউ। সীমান্ত ও আশপাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। কিন্তু এখনো দেশের ৩৭ জেলায় নেই করোনা আক্রান্তদের জন্য আইসিইউর ব্যবস্থা। এজন্য হাসপাতালগুলোয় বাড়ছে ভিড়, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজশাহী, রংপুর, চট্টগ্রামসহ ১৭ জেলা। এসব জেলায় লকডাউন যথাযথ কার্যকর না হওয়ায় সংক্রমণ বাড়ছে। প্রতিদিন গড়ে ৫ হাজার লোক আক্রান্ত হলে হাসপাতালে রোগীর জায়গা দেওয়া কঠিন হবে। আবার কোনো কোনো হাসপাতালে আইসিইউ বাড়ানোর মতো অবকাঠামোগত ক্যাপাসিটি নেই। করোনা সংক্রমণ বাড়ছে অথচ হাসপাতালগুলোয় আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা কেন বাড়ানো সম্ভব হচ্ছে না তা বোধগম্য নয়। সংকট নিরসনে জরুরি উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর