মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজধানীর জলাবদ্ধতা

খালগুলো দখলমুক্ত করুন

টানা বৃষ্টিতে রবিবার জলাবদ্ধতায় জিম্মি হয়ে পড়েছিল রাজধানীর লাখ লাখ মানুষ। তলিয়ে যায় রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা মহানগরীর জলাবদ্ধতা সমাধানে একের পর এক প্রকল্প হাতে নেওয়া সত্ত্বেও সংকট যে কাটেনি রবিবারের মহাভোগান্তি তারই প্রমাণ। শুধু ঢাকা নয়, দেশের সব মহানগরীতে পানি নিষ্কাশনের জুতসই ব্যবস্থার অভাবে টানা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষা মৌসুমে রাজধানী ঢাকার মতো বন্দরনগর চট্টগ্রামও এ অভিশাপে আক্রান্ত হয়। খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহও এ বঞ্চনা থেকে মুক্ত নয়। পানি নিষ্কাশনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন সত্ত্বেও রাজধানীর খাল-বিলগুলো ভরাট হয়ে যাওয়ায় সংকট কমছে না। রবিবার মাঝারি বৃষ্টিতে গ্রিন রোড, কারওয়ান বাজার, তেজতুরী বাজার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ও ধানমন্ডি-২৭-এর সড়কসহ আশপাশের বেশ কিছু সড়ক তলিয়ে যায়। কারওয়ান বাজারে পানি জমে যাওয়ায় বাধ্য হয়ে শতাধিক ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখতে হয়। বৃষ্টিতে রাজধানীর তল্লার বাগ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজারসহ কাজীপাড়ার একাধিক এলাকা পানির নিচে তলিয়ে যায়। সকালে গ্রিন রোডে থইথই করছিল পানি। রাস্তার পাশের অনেক দোকানেও পানি ঢুকে পড়ে। রাস্তায় কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানি ছিল। এতে দুর্ভোগে পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের। সকালে কেনাকাটার জন্য যারা বেরিয়েছিলেন তাদের দুর্ভোগের শেষ ছিল না। অনেকেই পানির কারণে হেঁটেও রাস্তা পার হতে পারেননি। অলিগলি, কাঁচাবাজার দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েন কর্মজীবীরা। লকডাউনে তাদের ভোগান্তির একশেষ। রাজধানীসহ দেশের নগর-মহানগরগুলোর জলাবদ্ধতা নিরসনে আগে দরকার এলাকার খাল, লেকসহ প্রাকৃতিক জলাধারগুলোর সংরক্ষণ ও ভরাট হয়ে যাওয়া জলাধারের সংস্কার। প্রাকৃতিক জলাধার অপদখল ও ভরাটের বিরুদ্ধেও প্রশাসনকে কঠোর হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর