শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

অনিশ্চয়তা কাটছে

সবার জন্য টিকার ব্যবস্থা করুন

করোনা মোকাবিলায় টিকা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। টিকা দিলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং মৃত্যুঝুঁকি কমে যায়। বাংলাদেশে অনেক উন্নত দেশের আগেই গণটিকাদান শুরু হয়েছিল। মাঝে সরবরাহ সংকটে কিছুটা ধীরগতি এসেছিল। সরকার টিকা প্রাপ্তি নিশ্চিতে চীনের সঙ্গে চুক্তি করেছে এবং সে টিকার প্রথম চালানও দেশে চলে এসেছে। এ ছাড়া কোভ্যাক্স থেকেও মডার্না ও ফাইজারের টিকা পেয়েছে দেশ। টিকার সংকট কাটতে শুরু করেছে। এখন টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে শুরু হচ্ছে গণটিকাদান। চীন থেকে সরকারের কেনা দেড় কোটি টিকার ২০ লাখ ডোজ দেশে এসেছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে এসেছে ফাইজারের ১ লাখ ও মডার্নার ২৫ লাখ ডোজ। কোভাক্সের আওতায় জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ৩৫ লাখ ডোজ টিকা এ মাসের শেষ সপ্তাহে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চীনা ও মডার্নার টিকা আসার পর বুধবার পুনরায় শুরু হয়েছে গণটিকার নিবন্ধন। নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। দেশে এ পর্যন্ত টিকা এসেছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা ৭০ লাখ ডোজ এবং ভারতের উপহার ৩২ লাখ ডোজ। এর মধ্যেই সিনোফার্মের টিকা দিয়ে সারা দেশের মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। ফাইজারের টিকা দেওয়া হচ্ছে প্রবাসী শ্রমিকদের। জাপানের কাছ থেকে বাংলাদেশ অ্যাস্ট্র্যাজেনেকার টিকা আর কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে বাংলাদেশ ১০ লাখ টিকা পাবে। সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কভিশিল্ডের ৩ কোটি ডোজ কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করা হয়েছিল। ভারত রপ্তানি বন্ধ করে দিলে সংকটে পড়ে বাংলাদেশ। এরপর চীন থেকে টিকা আনা হয়। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর