মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অভিযোগকারীর মানসিক সুস্থতা যাচাই হোক

ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু মামলা নয়, এক সাংবাদিককে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডের আবেদনও করা হয় ঠাকুরগাঁও সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ভার্চুয়াল আদালতে। তবে তার আগে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু করোনা-পরবর্তী অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান আদালতে। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন খারিজ করে আটক সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আবদুল লতিফ লিটু ও  নিউজবাংলা২৪ ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভ। ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল গুজব, যৌনসন্ত্রাস, প্রতারণা ইত্যাদি অপরাধের লাগাম টেনে ধরা তথা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা পাওয়া প্রজাতন্ত্রের কর্মচারীরা এ আইনকে নিজেদের অনিয়ম ও দুর্নীতি ঢাকা এবং সাংবাদিক দলনের পথ হিসেবে বেছে নিয়েছেন। তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলায় বাদী তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তাতেও নিয়মের অস্বীকৃতি রয়েছে। হাসপাতাল তত্ত্বাবধায়কের করা মামলার এজাহারে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামের সত্যতা প্রকারান্তরে স্বীকার করা হয়েছে। মামলার এজাহারে বাদীর স্বীকারোক্তি- গত জুনে দু-এক দিন খাবার সরবরাহে সামান্য ব্যত্যয় ঘটলেও অন্যান্য সময় সরকারি বরাদ্দ মোতাবেক যথাযথভাবে রোগীদের খাবার প্রদান করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই তিনি হাসপাতালে খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাসপাতালের পাচক ও রোগীদের খাবার পরিবেশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য জানতে পেরেছেন। অর্থাৎ সংবাদ প্রকাশের পরই তিনি খোঁজখবর নিয়ে দু-এক দিন খাবার সরবরাহে ব্যত্যয়ের তথ্য জানতে পেরেছেন। যে ক্ষেত্রে সংবাদ প্রকাশের জন্য কর্তৃপক্ষের উচিত ছিল তিন সাংবাদিকের প্রশংসা করা তার বদলে মামলা দায়ের মানসিক বৈকল্যেরই প্রমাণ রেখেছে।এ মামলায় পাঁচ দিন রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা নিজেদের মানসিক সুস্থতার প্রমাণ যে রাখেননি তা-ও স্পষ্ট।

সর্বশেষ খবর