রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

চুয়ান্নর নির্বাচন

ষাটের দশকে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার যে নানামুখী প্রস্তুতি শুরু হয় তার পেছনে পঞ্চাশের দশকের তিনটি ঘটনা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। এগুলো হলো বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের অবিস্মরণীয় জয় এবং আটান্নর সামরিক শাসন। বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল হিসেবে যে জাতীয় ঐক্য গড়ে ওঠে তার মহিমাময় প্রকাশ হলো চুয়ান্নর নির্বাচন।

এ নির্বাচনে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। মুসলিম লীগের আত্মবিক্রীত নেতৃত্বের বিরুদ্ধে যুক্তফ্রন্ট বাঙালিদের জাগিয়ে তোলে। ২১ ফেব্রুয়ারির সংগ্রামী পতাকা সামনে এগিয়ে নিতে যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচি ঘোষণা করে। পূর্ববাংলার স্বায়ত্তশাসন, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদাদানসহ বাঙালির অধিকার প্রতিষ্ঠার ২১ দফা গণমানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। ১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচনে অবিস্মরণীয় জয় পায় এ জোট।  সে সময় পূর্ববাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল ৩০৯টি। এর মধ্যে মুসলিম আসন ২৩৭টি। যার মধ্যে ২২৩টিতে জয়ী হয় যুক্তফ্রন্ট। মুসলিম লীগ পায় মাত্র ৯টি। বাকি ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। ৭২টি অমুসলিম আসনের মধ্যে কংগ্রেস ২৫, শিডিউল কাস্ট ফেডারেশন ৭, সংখ্যালঘু যুক্তফ্রন্ট ১৩, কমিউনিস্ট পার্টি ৪ ও গণতন্ত্রী দল ৩টিতে জয়ী হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর