সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

মানব জীবনে কোরবানির গুরুত্ব

মুফতি মুহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদী

মানব জীবনে কোরবানির গুরুত্ব

পবিত্র জিলহজ মহা মর্যাদাবান সম্মানিত একটি মাস। এ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো পশু কোরবানি করা। হজরত আদম (আ.) এর দুই পুত্র হাবিল ও কাবিল এ পৃথিবীতে প্রথম কোরবানি করেছিলেন। আল্লাহতায়ালা হাবিলের কোরবানি কবুল করেছেন। কাবিলের কোরবানি কবুল হয়নি। আমাদের মনেপ্রাণে আল্লাহতায়ালার এমন সন্তুষ্টি আর ভালোবাসা নিয়ে কোরবানি করতে হবে, যেমনিভাবে হজরত ইবরাহিম (আ.) তাঁর পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করেছিলেন। তখন মিনার প্রান্তরে আল্লাহতায়ালার ইচ্ছায় ইসমাইল (আ.)-এর পরিবর্তে জান্নাতের দুম্বা কোরবানি হয়েছিল। সামর্থ্যবান, নিসাব পরিমাণ সম্পদের মালিক সুস্থ মুসলিম প্রত্যেক নর-নারীর ওপর কোরবানি করা ওয়াজিব। শরিক কোরবানি করলে সবার সমবণ্টনের দিকে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাহর কাছে কখনো  কোরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছে না, কিন্তু তার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া (আল্লাহর প্রেম, ভালোবাসা)। সুরা আল হজ, আয়াত-২২। ১০ জিলহজের ঈদুল আজহার নামাজের পর থেকে ১১ জিলহজ দিনে রাতে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি আদায় করা যাবে। আল্লাহতায়ালা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি নামাজ পড়–ন আর কোরবানি করুন। সুরা কাউসার আয়াত-২। হজরত যায়েদ বিন আরকাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জিজ্ঞেস করলেন, কোরবানি কী? ইয়া রসুলুল্লাহ! উত্তরে নবিজী বললেন, এ কোরবানি হলো তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হজরত ইবরাহিম (আ.) এর সুন্নত। এ কোরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে একটি নেক সওয়াব পাওয়া যাবে। (ইবনু মাজাহ)। উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, ভালো পশু দিয়ে কোরবানি আদায় করতে হয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনু মাজাহ। কোরবানির পশুর গোশত তিন ভাগে ভাগ করে প্রথম ভাগ নিজের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয়-স্বজনের জন্য, তৃতীয় ভাগ গরিব মিসকিনকে বিলিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, তোমরা আহার কর এবং দুস্থ অভাবগ্রস্তদের খাওয়াও। সুরা হজ, আয়াত-২৮। হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে তার আদায় হবে না। আল্লাহতায়ালা আমাদের কোরবানিকে কবুল করুন। কোরবানির পশুর গোশত করোনাভাইরাসের এ মহামারীতে গরিব-দুঃখীদের দান-সদকা করে মহান রবের সন্তুষ্টি আদায় করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : খতিব, মনিপুর বাইতুল আশরাফ (মাইকওয়ালা) জামে মসজিদ, মিরপুর-২, ঢাকা।

সর্বশেষ খবর