মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিরিজ জয়

টাইগারদের অভিনন্দন

জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট জয়ের পর ওয়ানডেতে সিরিজ জয়ের কৃতিত্ব দেখালেন টাইগাররা। স্বাগতিক দলের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। এ জয়ের পেছনে অনন্য অবদান রেখেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বল হাতে যিনি ছিলেন উজ্জ্বল। রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই আলোকিত পারফরম্যান্স ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। তার হার না মানা ৯৬ রানে ভর করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছেন টাইগাররা। আজ জিম্বাবুয়ের রাজধানী হারারের একই ভেন্যুতে সিরিজের তৃতীয়

ও শেষ ওয়ানডে। রবিবার ম্যাচসেরা সাকিবকে যোগ্য সাহচর্য দেন অলরাউন্ডার সাইফুদ্দিন ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে। ওয়ার্ল্ড সুপার কাপে এটা বাংলাদেশের ৭ নম্বর জয়। এ জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৮ ওয়ান ডে-তে জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৯ উইকেট হারিয়ে তারা রান করে ২৪০। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৪১। হারারের বাউন্সি উইকেটে মুঝারাবানি, চাতারা, জঙ্গিদের সাঁড়াশি বোলিংয়ে রান করতে কষ্ট হয়েছে টাইগার অধিনায়ক তামিম, প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস, মোহাম্মদ মিথুনদের। বলা যায় সাকিব একাই লড়েছেন স্বাগতিকদের বিরুদ্ধে। প্রথম ম্যাচের মতো বড় জয় না পেলেও এ

জয়ের মাধ্যমে একদিকে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়ার্ল্ড সুপার লিগে নিজেদের অবস্থান কিছুটা হলেও শক্তিশালী করতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ মুশফিকুর রহিম ও মুস্তাফিজ ছাড়াই স্বাগতিকদের বিরুদ্ধে টেস্টের পর ওয়ানডের সিরিজ জয় টাইগারদের মনোবল বাড়াতে সহায়তা করবে ও আগামীতে জয়ের ধারা অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে। তামিম ইকবাল বাহিনীকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর