শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঢাকায় ফিরছে মানুষ

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

পরিবারের সঙ্গে ঈদ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। তবে রাজধানীতে এখনো কর্মব্যস্ততা শুরু হয়নি। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে বাসগুলো মহাসড়কে চলছে। এদিকে ঈদের পর দিন যাত্রী আনতে ঢাকা থেকে শত শত খালি বাস উত্তর ও পশ্চিমাঞ্চলে গিয়েছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের প্রবেশদ্বার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের জন্য অপেক্ষা করে কয়েক শ যানবাহন। এর মধ্যে রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এসব যানবাহন বৃহস্পতিবার রাতে ঘাটে এসে পৌঁছে। ঘাটে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় এসব যানবাহন ৮ থেকে ৯ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করে। নিষেধাজ্ঞার পরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকাল থেকেই যাত্রীবাহী বাস চলতে দেখা যায়। তবে বাসের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন স্থানে ঢাকামুখী যাত্রীবাস চলাচল করে। তবে মহাসড়কে মালবাহী ট্রাক ও কিছুসংখ্যক বাস ছাড়া তেমন কোনো পরিবহন চলেনি। শুক্রবার পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায় একটি ফেরি। এতে ২০ যাত্রী আহত হন। জানা গেছে, ফেরির ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করায় তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারানোয় এ ঘটনা ঘটে। অনেকেই টিকিট না পেয়ে রেন্ট-এ-কারে ঢাকায় এসেছেন। বহু মানুষ হেঁটে ঢাকায় প্রবেশ করেছেন। কমলাপুর রেলস্টেশনেও ঢাকামুখী মানুষের ভিড় ছিল। সবচেয়ে লক্ষণীয় স্বাস্থ্যবিধির চরম উপেক্ষা। কেবল কঠোর লকডাউন দিলেই চলবে না, পাশাপাশি আনুষঙ্গিক স্বাস্থ্যবিধি মানতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর