রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ডাক ও কুরিয়ার

গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্যাকেট থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ১৯ মে। এ প্যাকেট ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছিল সৌদি আরব। পারসেলে জিনিসপত্রের সঙ্গে লুকিয়ে আচারের বয়ামে কয়েকটি ইয়াবার চালান সৌদি আরবে পাঠানো হচ্ছিল। ৬ জুন র‌্যাবের এক অভিযানে নারায়ণগঞ্জ থেকে এসএ পরিবহনের পারসেলবাহী গাড়ি ও ঢাকার মোহাম্মদপুর জননী এক্সপ্রেস পারসেল সার্ভিসের গাড়ি থেকে ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তদন্তকারী সংস্থা বলছে, একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে সীমান্ত এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারসেলে হেরোইনের চালান এনে ঢাকা ও আশপাশে বিক্রি করে। ১৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মর্মান্তিক আত্মহত্যার পর এলএসডি নামের নতুন এক মাদকদ্রব্যের তথ্য পায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তারা জানতে পারে নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র থেকে কুরিয়ারের মাধ্যমে পারসেলে এলএসডির চালান দেশে আসছে। এ ছাড়া জুনে ডাইমিথাইল ট্রিপটামিন নামের নতুন ধরনের আরেকটি মাদকদ্রব্য জব্দ করে র‌্যাব। এ বাহিনী তদন্ত করে দেখতে পায় এসব মাদক কানাডা ও থাইল্যান্ড থেকে কুরিয়ারে পাঠানো বইয়ের পারসেলে লুকিয়ে আনা হচ্ছে। দেশি-বিদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারসেলের ভিতরে লুকিয়ে মাদকের চালান আনা-নেওয়ার ঘটনা উদ্বেগজনক। নির্দেশনা থাকলেও প্রেরক বা প্রাপকের জাতীয় পরিচয়পত্র ও ছবি রাখছে না সরকারি ডাক বিভাগ কিংবা বেসরকারি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান। তারা যে নির্দেশনা মানছে না তা-ও নজরে নেই সরকারের সংশ্লিষ্ট বিভাগের। বিমানবন্দর ও অন্যান্য বন্দরে উন্নত প্রযুক্তির স্ক্যানার ও ডগ স্কোয়াড রাখার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ডাক বিভাগ ও ৬ শতাধিক বেসরকারি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানকে গোয়েন্দা নজরদারিতে আনতে হবে। পারসেলে লুকিয়ে মাদক চালান পাঠানোর মতো অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর